অ্যাপশহর

নার্সিং ছাত্রীকে ধর্ষণ করে খুন বেঙ্গালুরুতে, বাড়ি অসমে

নার্সিং পড়বেন বলে অসমের বরপেটা থেকে বেঙ্গালুরু শহরে এসেছিলেন। ক্লাস শুরু হবে বলে সোমবারই শহরে পা রাখেন। বুধবার বছর উনিশের ওই তরুণীর দেহ উদ্ধার হয়। পুলিশের বয়ান অনুযায়ী, ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে।

EiSamay.Com 18 Dec 2020, 3:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অসম থেকে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে এসে খুন হলেন বছর উনিশের এক তরুণী (Assam nursing student)। তাঁকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত করেছে। নার্সিং ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনায় ক্ষুব্ধ অসম। অসন্তোষ ব্যক্ত করে কর্নাটকের মুখ্যমন্ত্রী (Karnataka Chief Minister) বিএস ইয়েদিউরাপ্পা (BS Yediyurappa)-কে চিঠি লিখেছেন অসমের বারেপেটার সাংসদ আব্দুল খালেক। অভিযুক্তদের বিরুদ্ধে যাতে দ্রুত আইনি পদক্ষেপ করা হয়, সেই মর্মে আর্জি জানিয়েছেন আব্দুল খালেক। পুলিশ সূত্রে খবর, বুধবার ওই নার্সিং ছাত্রীর (nursing student raped) দেহ উদ্ধার হয়।
EiSamay.Com assam nursing student raped
বেঙ্গালুরুতে ছাত্রীকে ধর্ষণ করে খুন।-- প্রতিবাদের প্রতীকী ছবি


পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মূল অভিযুক্ত আনিসুর রহমান। এই আনিসুরের মাধ্যমেই বেঙ্গালুরুতে নার্সিং পড়তে ভর্তি হয়েছিলেন অসমের ওই তরুণী। সোমবারই তিনি শহরে এসছিলেন। অভিযুক্ত যুবক একই পরিবারের সদস্য। আনিসুর রহমানের বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশ ইতিমধ্যে ধর্ষণ ও খুনের মামলা রুজু করেছে।

এই ধর্ষণ-খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই কর্নাটকের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন আব্দুল খালেক। অসমের বরপেটার সাংসদ লেখেন, মৃত ছাত্রীর বাড়ি অসমে, তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে। নার্সিং পড়তে বেঙ্গালুরুর পূর্ব পশ্চিম কলেজে ভর্তি হয়েছিলেন।.... আমি কর্নাটক সরকারকে অনুরোধ করব, দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করুন। যত দ্রুত সম্ভব সবক'টাকে গ্রেফতার করুন।

আরও পড়ুন: জুয়ায় হেরে বউকে ধর্ষণে সম্মতি বন্ধুদের, 'শুদ্ধ' করতে গায়ে অ্যাসিড!

পুলিশের এক বড় কর্তা জানিয়েছেন, আনিসুর রহমানের বিরুদ্ধে এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও ৩০২ (খুন) ধারা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে আনিসুরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও কয়েক জনের জড়িত থাকার সম্ভাবনা পুলিশ উড়িয়ে দিচ্ছে না।

আরও পড়ুন: বন্ধুর রাশিয়ান পত্নীকে ধর্ষণ, সেনা কর্নেলের বিরুদ্ধে এফআইআর

পুলিশের একটি সূত্র জানাচ্ছে, মৃত মেয়েটি যে অভিযুক্তকে আগে থেকেই চিনত, তা পুলিশ অনুমান করেছিল। ওই ছাত্রীর বাবাও পুলিশকে ফোনে জানিয়েছেন, তিনি অভিযুক্তকে চেনেন।

আরও পড়ুন: জাপানে Twitter Killer তাকাহিরোর মৃত্যুদণ্ড, এই ভয়ংকর খুনি টার্গেট করত কাদের?

আরও পড়ুন: এক বছর ধরে দৃষ্টিহীন নাবালিকাকে ধর্ষণ, থানে পুলিশের জালে সত্‍‌ বাবা

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল