অ্যাপশহর

পাসপোর্ট আবেদন এবার হিন্দিতেও

সংসদীয় প্যানেলের প্রস্তাব ছিল, শুধু ইংরেজিতে নয়, হিন্দিতেও পাসপোর্ট আবেদন গ্রহণ করা উচিত।

EiSamay.Com 23 Apr 2017, 6:49 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এ বার পাসপোর্টের জন্য আবেদন করা যাবে হিন্দিতেও। রবিবার জানিয়ে দিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। ২০১১ সাল থেকে আবেদন রাষ্ট্রপতির সম্মতির জন্য আটকে ছিল।
EiSamay.Com now you can apply for passports in hindi
পাসপোর্ট আবেদন এবার হিন্দিতেও


পাসপোর্টের আবেদন অফিসিয়াল ভাষায় করতে পারার প্রস্তাব ২০১১ সালে রাষ্ট্রপতির কাছে দিয়েছিল সংসদীয় কমিটি (অফিসিয়াল ভাষা)। সম্প্রতি সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সংসদীয় প্যানেলের প্রস্তাব ছিল, শুধু ইংরেজিতে নয়, হিন্দিতেও পাসপোর্ট আবেদন গ্রহণ করা উচিত।

এবার কেউ অনলাইনে পাসপোর্ট আবেদন করতে চাইলে, আবেদন ফর্ম ডাউনলোড করে হিন্দিতেও কোনও ব্যক্তি ভর্তি করতে পারেন। সেই ফর্ম সব পাসপোর্ট সেবা কেন্দ্র গ্রহণ করবে।

# People can download the application form available in Hindi, fill it in and upload it while applying for the passport.
The printout of filled-in form will not be accepted by 'Passport Seva Kendra' and Regional Passport Offices.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল