অ্যাপশহর

কোনওক্রমে মুখ বাঁচল CPI-CPM-এর, নতুন জাতীয় দলের তকমা পাচ্ছে তৃণমূল

অবশেষে আঞ্চলিক দলের গণ্ডি ছাড়িয়ে জাতীয় দলের মর্যাদা পেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কমিশন আইন বদলানোর কারণেই তৃণমূলের এই স্বীকৃতি জুটতে চলেছে।

EiSamay.Com 24 Aug 2016, 6:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে আঞ্চলিক দলের গণ্ডি ছাড়িয়ে জাতীয় দলের মর্যাদা পেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কমিশন আইন বদলানোর কারণেই তৃণমূলের এই স্বীকৃতি জুটতে চলেছে।
EiSamay.Com now tmc is going to be a 6th national party of india
কোনওক্রমে মুখ বাঁচল CPI-CPM-এর, নতুন জাতীয় দলের তকমা পাচ্ছে তৃণমূল


তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বুধবার জানান, কমিশনের এক আধিকারিক মারফত তিনি এই খবর পেয়েছেন। আগামী সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হবে।

নতুন আইনে তৃণমূলেরই যে শুধু সুবিধে হয়েছে, তা নয়। কমিশনের নয়া আইনের কারণে নিজেদের জাতীয় দলের তকমা ধরে রাখত পারল সিপিএম ও সিপিআই-ও। বাংলা থেকে প্রায় মুছে যেতে বসা সিপিএমের এখন অস্তিত্বের সংকট। সেখানে কমিশনের নয়া আইন তাদের জন্য শাপে বর হয়েছে। নতুন আইনের কারণে বিএসপি-ও জাতীয় দলের মর্যাদা ধরে রাখতে পারল।

২০১৪-র নির্বাচনে অরুণাচলে তৃণমূল খারাপ ফল করায়, কমিশন থেকে জানতে চাওয়া হয়েছিল কেন এরপরেও তারা জাতীয় দলের স্বীকৃতি চাইছে? প্রত্যুত্তরে তৃণমূলের তরফে জানানো হয়, কোনও দলের রাজনৈতিক স্টেটাস মাপতে ৫ বছরের মূল্যায়ন যথেষ্ট বলে তারা মনে করে না। তা ছাড়া ২০১৪-য় খারাপ হয়েছে মানে ২০১৯-এ ভালো হবে না, তা কে বলতে পারে? তা ছাড়া অন্যদলগুলো যদি (বামেরা) খারাপ ফল করেও জাতীয় দলের মর্যাদা ধরে রাখতে পারে, তা হলে তৃণমূল ভালো ফল করা সত্ত্বেও কেন আঞ্চলিক থেকে জাতীয় দল হয়ে উঠতে পারবে না?

তাই ৫ বছরের জায়গায় ১০ বছরের মূল্যায়নের উপর জোর দিতে আবেদন করে তৃণমূল কংগ্রেস। একই আর্জি ছিল অন্যদলগুলোরও। রাজনৈতিক দলগুলোর সেই আর্জির প্রেক্ষিতেই শেষমেশ এ সংক্রান্ত আইন বদলে, ১০ বছরের মূল্যায়ন চালু হল।

অর্থাত্‍‌ ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মাক্সবাদী), বহুজন সমাজ পার্টি, ভারতীয় জনতা পার্টির পাশেই এখন জ্বলজ্বল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল