অ্যাপশহর

সবরীমালা মন্দিরে ঢুকতে বয়সের প্রমাণপত্র দেখাতে হবে মেয়েদের!

কেরালার সবরীমালা মন্দিরে ঢুকতে হলে এবার থেকে বয়সের প্রমাণপত্র দেখাতে হবে মহিলাদের। আধার কার্ড বা ভোটার আইডি কার্ডের মতো ন্যায্য প্রমাণপত্র দেখাতে না পারলে এই মন্দিরে ঢুকতে পারবেন না মহিলারা।

EiSamay.Com 4 Jan 2018, 5:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেরালার সবরীমালা মন্দিরে ঢুকতে হলে এবার থেকে বয়সের প্রমাণপত্র দেখাতে হবে মহিলাদের। আধার কার্ড বা ভোটার আইডি কার্ডের মতো ন্যায্য প্রমাণপত্র দেখাতে না পারলে এই মন্দিরে ঢুকতে পারবেন না মহিলারা। ১০ থেকে ৫০ বছর বয়সের মহিলারা সবরীমালা মন্দিরে ঢোকার ছাড়পত্র পান না। কোনও ভাবেই মন্দিরের সেই রীতি যাতে না ভাঙে, তা নিশ্চিত করতেই এবার বয়সের প্রমাণপত্র খতিয়ে দেখার ব্যবস্থা।
EiSamay.Com now age proof a must for women to offer prayers at sabarimala shrine
সবরীমালা মন্দিরে ঢুকতে বয়সের প্রমাণপত্র দেখাতে হবে মেয়েদের!


কেরালার সবরীমালার আইয়াপ্পার মন্দিরে প্রবেশাধিকার নেই ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের। ঋতুমতী মেয়ের মন্দিরে ঢোকা থেকে আটকাতে ১০ থেকে ৫০ বছর বয়সের সব মহিলাদের নিষিদ্ধ করা হয়েছে এখানে। তা সত্ত্বেও মিথ্যে বয়স বলে অনেক মহিলাই মন্দিরে ঢোকার চেষ্টা করেন বলে মন্দির কর্তৃপক্ষের অভিযোগ। তাই এবার থেকে সবরীমালায় ঢুকতে হলে মহিলাদের বয়সের প্রমাণপত্র দেখাতে হবে। সবরীমালায় বর্তমানে যে বিশেষ উত্‍সব চলছে, তার মধ্যেই এই ব্যবস্থা জারি থাকবে বলে জানানো হয়েছে।

সবরীমালায় ১০ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের প্রবেশাধিকার না থাকার বিরুদ্ধে একটি মামলা ঝুলছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল