অ্যাপশহর

ওডিশার নন্দনকাননে গজরাচ্ছে আরও এক 'বাহুবলী'!

সব রেকর্ড এক ধাক্কায় উড়িয়ে বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে বাহুবলী ২। মুক্তি পাওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যেই ১০০০ কোটির ব্যবসা করেছে এসএস রাজামৌলির এই ছবি।

EiSamay.Com 11 May 2017, 12:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সব রেকর্ড এক ধাক্কায় উড়িয়ে বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছে বাহুবলী ২। মুক্তি পাওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যেই ১০০০ কোটির ব্যবসা করেছে এসএস রাজামৌলির এই ছবি। কিন্তু জানেন কি গর্জন শুরু করেছে আরও এক বাহুবলীও। না, বাহুবলী ৩ তৈরি হবে কিনা, তেমন কিছু এখনও পর্যন্ত শোনা যায়নি। এই বাহুবলীকে চাক্ষুস করতে হলে আপনাকে জেতে হবে ওডিশার নন্দনকাননে।
EiSamay.Com now a newborn baahubali roars in odisha zoo
ওডিশার নন্দনকাননে গজরাচ্ছে আরও এক 'বাহুবলী'!


ওডিশার নন্দনকানন জুলজিক্যাল পার্কে বুধবার জন্ম হয়েছে এক বাঘের ছানার। বাহুবলীর জনপ্রিয়তাকে মাথায় রেখে সদ্যজাত এই ব্যাঘ্রশাবকের নাম 'বাহুবলী' রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ওই বাঘের ছানার নাম কী হতে পারে, তা সেদিন চিড়িয়াখানায় ঘুরতে আসা পর্যটকদের কাছে জানতে চাওয়া হয়েছিল। বেশিরভাগই বাহুবলীর পক্ষে ভোট দেয়।

বুধবার নন্দনকাননের দুই বাঘিনী মেঘা ও বিজয়া মোট চারটি ছানার জন্ম দেয়। এছাড়া সাদা বাঘ স্নেহা জন্ম দেয় আরও তিনটি শাবকের। বাহুবলী ছাড়া বাকিদের নাম রাখা হয়েছে কুন্দন, আদ্যাশা, সাহিল, ভিকি, সিনু এবং মৌসুমী।


খবরটি ইংরাজিতে পড়ুন।


# SS Rajamouli's 'Baahubali 2' is on a record-breaking spree at the box office, collecting a total of over Rs 1,000 crore since its release two weeks ago.

# A newborn tiger cub in Odisha's Nandankanan Zoological Park has been named 'Baahubali'.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল