অ্যাপশহর

পুরসভার ব্যয় সঙ্কোচনে বিজ্ঞপ্তি

\B আর্থিক ঘাটতি মেটাতে বিভিন্ন খাতে ব্যয় সঙ্কোচনের পথে হাঁটছে আসানসোল পুরসভা। করোনা মোকাবিলায় বাড়তি অর্থের জোগান দিতে হচ্ছে। তার উপর পুরসভা ট্রেড ...

EiSamay.Com 19 May 2020, 9:00 am

পুরসভার ব্যয়

সঙ্কোচনে বিজ্ঞপ্তি

\Bএই সময়, আসানসোল:\B আর্থিক ঘাটতি মেটাতে বিভিন্ন খাতে ব্যয় সঙ্কোচনের পথে হাঁটছে আসানসোল পুরসভা। করোনা মোকাবিলায় বাড়তি অর্থের জোগান দিতে হচ্ছে। তার উপর পুরসভা ট্রেড লাইসেন্স-এ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আয় কমেছে। এই পরিস্থিতিতে অর্থের ঘাটতি মেটাতে পুর কমিশনার খুরশিদ আলি কাদরি সোমবার বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে, ট্রেড লাইসেন্স-এ যে ছাড় দেওয়া হয়েছে, তাতেই প্রায় ৮০ লক্ষ টাকা আয় কমবে। করোনা মোকাবিলায় ব্যাপক ভাবে স্যানিটাইজেশন-এর কাজ চলছে। চলছে সচেতনতামূলক প্রচার। এর জন্য খরচ হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কোনও প্রকল্প শুরু করা যাবে না। কোনও মেরামতির কাজ যদি জরুরি হয়, তবেই করা যাবে। নতুন কোনও নিয়োগ হবে না। কম্পিউটার, এসি, টিভি, বৈদ্যুতিন সামগ্রী ও গাড়ি কেনা বন্ধ থাকবে। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজের সরকারি গাড়িতে ব্যবহৃত জ্বালানি তেলের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন। মেয়র ২০০ লিটার পর্যন্ত তেল পাবেন প্রতি মাসে। পুরসভার চেয়ারম্যান, ডেপুটি মেয়র ও কমিশনার পাবেন সর্বোচ্চ ১৫০ লিটার। মেয়র পারিষদদের জন্য বরাদ্দ হয়েছে মাথাপিছু ১২০ লিটার তেল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল