অ্যাপশহর

সৌদির কাছে মাসুদ আজহার নিয়ে প্রতিশ্রুতি আদায় মোদীর

এবার সৌদি আরবের প্রতিশ্রুতি আদায় করে, পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি আরবের বিদেশ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবেইর জানিয়েছেন, সন্ত্রাসবাদকে যারা সমর্থন করবে বা অর্থ জোগাবে, তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

EiSamay.Com 20 Feb 2019, 11:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আমেরিকা-রাশিয়া তো পাশে আছেই। ফ্রান্সও ঘোষণা করেছে, মাসুদ আজহারকে 'ব্যান' করতে রাষ্ট্রপুঞ্জে তারা সওয়াল চালিয়ে যাবে। এবার সৌদি আরবের প্রতিশ্রুতি আদায় করে, পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
EiSamay.Com Adel_bin_Ahmed_Al-Jubeir_rtr f


ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি আরবের বিদেশ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবেইর জানিয়েছেন, সন্ত্রাসবাদকে যারা সমর্থন করবে বা অর্থ জোগাবে, তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে যৌথ বিবৃতি রাজনৈতি করা উচিত নয়। জইশ-ই -মহম্মদের প্রধান মাসুজ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিতে রাষ্ট্রপুঞ্জে ভারত যে প্রস্তাব আনবে, সৌদি আরব তার বিরোধিতা করবে না। প্রসঙ্গত, সৌদি রাজকুমারের ভারত সফরে পাকিস্তানের পাঁচ গুণ বিনিয়োগ ভারতে করতে চলেছে সৌদি আরব।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল