অ্যাপশহর

'আমার বিরুদ্ধে একটাও চার্জ গঠন হয়নি', জেল থেকে বেরিয়েই মন্তব্য চিদম্বরমের

চিদম্বরমকে স্বাগত জানাতে এদিন তিহাড় জেলের বাইরে ভিড় করেছিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। হাজির ছিলেন ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে কার্তি চিদম্বরমও। পি চিদম্বরম জেলের বাইরে পা রাখার পরে তাঁকে স্বাগত জানান।

EiSamay.Com 4 Dec 2019, 9:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আইএনএক্স মিডিয়া মামলায় বুধবার জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। আর রাতে দিল্লির তিহাড় জেল থেকে ছাড়া পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। দীর্ঘ ১০৬ দিন জেলে কাটানোর পরে প্রথমবার বাইরে পা রেখে আরও একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। তাঁর বিরুদ্ধে একটিও চার্জ গঠিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। যদিও মামলা সম্পর্কে কোনও মন্তব্য করেননি চিদম্বরম।
EiSamay.Com chidambaram final
পি চিদম্ৱরম (ফাইল ছবি)


চিদম্বরমকে স্বাগত জানাতে এদিন তিহাড় জেলের বাইরে ভিড় করেছিলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। হাজির ছিলেন ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে কার্তি চিদম্বরমও। পি চিদম্বরম জেলের বাইরে পা রাখার পরে তাঁকে স্বাগত জানান।


INX মিডিয়া দুর্নীতি মামলায় ২১ অগস্ট চিদম্বরমকে গ্রেফতার করেছিল সিবিআই। এরপর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। তখন থেকেই তিহাড় সংশোধনাগারে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এই আর্থিক তছরুপ মামলায় এদিন চিদম্বরমের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি আর ভানুমতী, এএস বোপান্না ও হৃষিকেশ রায়ের বেঞ্চ চিদম্বরমের জামিনের আবেদন মঞ্জুর করেছে। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে। তবে আদালত জানিয়েছে, সাক্ষীদের প্রভাবিত করা বা প্রমাণ যেন নষ্ট করার চেষ্টা না-করেন কংগ্রেস নেতা। এই মামলা সম্পর্কে তিনি সাংবাদিকদের সামনে বা জনসমক্ষে কোনও বিবৃতি দিতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতিরা বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ না-নিয়ে আপাতত দেশ ছাড়তে পারবেন না চিদম্বরম।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল