অ্যাপশহর

'অসুস্থ জয়ললিতাকে কেউ-ই দেখিনি, স্বাস্থ্য নিয়ে বানিয়ে বলেছি'

চেন্নাইয়ের হাসপাতালে জয়ললিতার মৃত্যুর ন'মাস পর এই প্রথম তামিলনাড়ুর কোনও মন্ত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে মিথ্যে বলার অপরাধে ক্ষমা চাইলেন প্রকাশ্যে।

EiSamay.Com 23 Sep 2017, 8:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ের হাসপাতালে জয়ললিতার মৃত্যুর ন'মাস পর এই প্রথম তামিলনাড়ুর কোনও মন্ত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে মিথ্যে বলার অপরাধে ক্ষমা চাইলেন প্রকাশ্যে।
EiSamay.Com nobody met jayalalithaa all lied about her health tn min
'অসুস্থ জয়ললিতাকে কেউ-ই দেখিনি, স্বাস্থ্য নিয়ে বানিয়ে বলেছি'


তামিলনাড়ুর বনমন্ত্রী দিন্দিগুল সি শ্রীনিবাসনের স্বীকারোক্তি, 'চেন্নাইয়ের হাসপাতালে জয়ললিতা ভর্তি থাকাকালীন আমাদের মধ্যে কেউ-ই তাঁকে দেখতে পাননি।... প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে মিথ্যে বলতে আমাদের বাধ্য করা হয়েছিল।' সম্প্রতি দলীয় এক সভায় এ কথা জানান শ্রীনিবাসন।

মন্ত্রীর কথায়, 'আমরা বলেছি, হাসপাতালে তিনি (জয়ললিতা) ইডলি খেয়েছেন। লোকজনের সঙ্গে দেখাও করেছেন। আসল সত্যিটা হল, কেউ-ই সেসময় তাঁকে দেখেননি। দেখতে দেওয়া হয়নি।'

শ্রীনিবাসনের অভিযোগের আঙুল জয়ললিতার একসময়কার বিশ্বস্ত সঙ্গী ভিকে শশীকলার দিকেই। AIADMK নেত্রীর মৃত্যুর পর যিনি দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। শ্রীনিবাসন জানান, জয়াআম্মা অসুস্থ থাকার সময় তাঁর সঙ্গে হাসপাতালে শশীকলাও সর্বক্ষণ ছিলেন। তাঁর অঙ্গুলিহেলনেই কোনও মন্ত্রী জয়ললিতা অবধি পৌঁছতে পারেননি।

প্রসঙ্গত, গত মাসেই জয়ললিতার মৃত্যুর তদন্তে সরকারি উদ্যোগে বিশেষ কমিশন গঠন করা হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল