অ্যাপশহর

ফের নোবেল চুরি, এবার কৈলাস সত্যার্থীর বাড়ি থেকে খোয়া গেল রেপ্লিকা

২০০৪ সালে খোয়া গিয়েছিল ভারতের জেতা প্রথম নোবেল পুরস্কার।

EiSamay.Com 7 Feb 2017, 12:34 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সেই ২০০৪ সালে খোয়া গিয়েছিল ভারতের জেতা প্রথম নোবেল পুরস্কার। এখনও মেলেনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল। এরইমধ্যে আবার নোবেল চুরি। তবে, আসলটি নয়। এবার খোয়া গেল কৈলাস সত্যার্থীর নোবেল পুরস্কারের রেপ্লিকা। মঙ্গলবার ভোররাতে চুরি হল নোবেলজয়ীর দিল্লির বাড়িতে।
EiSamay.Com nobel prize replica stolen from kailash satyarthis home
ফের নোবেল চুরি, এবার কৈলাস সত্যার্থীর বাড়ি থেকে খোয়া গেল রেপ্লিকা


কৈলাস সত্যার্থী বর্তমানে আমেরিকায়। আর তাঁর আসল নোবেল পুরস্কারটি প্রথা অনুযায়ী রাখা আছে রাষ্ট্রপতিভবনে। পুলিশের ধারণা, রেপ্লিকাকেই আসল নোবেল ভেবে হাতিয়ে নিয়েছে চোরেরা। তবে, তারা শুধু নোবেল নিতেই হানা দিয়েছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় দণ্ডবিধির ৩৮০ ধারায় FIR দায়ের করা হয়েছে। চোরের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এলাকার সমস্ত অপরাধীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাত ও পায়ের ছাপ খতিয়ে দেখছে ফরেন্সিক দল।

দক্ষিণ দিল্লির পশ এলাকা অলকানন্দার মতো জায়গায় নোবেলজয়ীর বাড়িতে চুরির ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে মানুষজন। গত বছর ২৯ নভেম্বর ভোর রাতে একইভাবে চুরি হয়েছিল লোকসভার সাংসদ শশী থারুরের বাড়ি থেকে। খোয়া গিয়েছিল প্রধানমন্ত্রীর উপহার দেওয়া মূর্তি-সহ নানা মূল্যবাণ জিনিসপত্র।

খবরটি ইংরাজিতে পড়তে Click করুন...

#Nobel laureate Kailash Satyarthi 's house in New Delhi was burgled in the early hours of Tuesday, police have said.

#Satyarthi is in the US at present. The replica of his Nobel prize has been stolen too among other valuables. The original has been kept at Rashtrapati Bhawan as per protocol.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল