অ্যাপশহর

ডিজিটাল পরে নিরাপত্তা আগে...নর্থ ব্লকে বন্ধ WiFi পরিষেবা!

নিরাপত্তাজনিত কারণে নর্থ ব্লকে WiFi ব্যবহার করা যাবে না

EiSamay.Com 5 Jun 2017, 8:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নয়। তাই ডিজিটাল ভারত নিয়ে যতই উদ্যোগ নেওয়া হোক। খোদ নয়াদিল্লির নর্থ ব্লকেই WiFi পরিষেবায় রাজি নয় কেন্দ্র। সম্প্রতি এক নির্দেশিকায় একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
EiSamay.Com no wifi allowed in north block for security reasons
ডিজিটাল পরে নিরাপত্তা আগে...নর্থ ব্লকে বন্ধ WiFi পরিষেবা!


কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ মন্ত্রকের এক যুগ্ম সচিবের তরফে প্রথম ই-অফিস পরিবেশ সংক্রান্ত বিষয়ে বৈঠক ডাকা হয়। কিন্তু, সেই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা ওই আমলাকে স্পষ্ট জানিয়ে দেন, নিরাপত্তাজনিত কারণে নর্থ ব্লকে WiFi ব্যবহার করা যাবে না।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সচিবালয়ের পাশাপাশি অর্থ ও স্বরাষ্ট্র-এর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক রয়েছে নর্থ ব্লকে। যদিও অর্থ মন্ত্রকে বর্তমানে WiFi-এর সুবিধা রয়েছে। কিন্তু, নর্থ ব্লকের পূর্বদিকে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রকের অফিস চত্বরে WiFi বন্ধ রয়েছে। বিল্ডিংয়ের এই অংশে WiFi বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়। তবে এর জেরে অর্থ মন্ত্রকে WiFi পরিষেবা আপাতত বন্ধ হচ্ছে না।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল