অ্যাপশহর

কাশ্মীরে নেতা পাচ্ছে না জইশ!

লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিলন বুধবার জানান, গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা কাণ্ডের পর থেকে সুরক্ষা বাহিনীর টার্গেটে জইশ নেতারা। ফলে, বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরে এই সন্ত্রাসবাদী সংগঠনটির দায়িত্ব নিতে কেউ এগিয়ে আসছে না। এদিন শ্রীনগরে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন লেফটেন্যান্ট জেনারেল।

EiSamay.Com 25 Apr 2019, 12:27 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সুরক্ষা বাহিনীর হাতে জইশের একাধিক শীর্ষ নেতা খতম হওয়ার পর, জম্মু-কাশ্মীরে নতুন করে আর কোনও নেতা খুঁজে পাচ্ছে না এই জঙ্গি সংগঠনটি। এমনটাই দাবি ভারতীয় সেনার।
EiSamay.Com Jaiish


লেফটেন্যান্ট জেনারেল কেজিএস ধিলন বুধবার জানান, গত ফেব্রুয়ারিতে পুলওয়ামা কাণ্ডের পর থেকে সুরক্ষা বাহিনীর টার্গেটে জইশ নেতারা। ফলে, বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরে এই সন্ত্রাসবাদী সংগঠনটির দায়িত্ব নিতে কেউ এগিয়ে আসছে না। এদিন শ্রীনগরে সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন লেফটেন্যান্ট জেনারেল।

তিনি জানান, পুলওয়ামা পরবর্তী সেনা অভিযানে ৪১ সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে। এর মধ্যে ২৫ জনই জইশ জঙ্গি। এর পরেও গাছাড়া মনোভাব দেখাতে নারাজ ভারতীয় সেনা।

তিনি জানান, কাশ্মীরে নতুন করে জইশকে মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। গত ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জইশের হামলায় ৫০ জওয়ান নিহত হন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল