অ্যাপশহর

Indane সাইট থেকে আধার-তথ্য ফাঁস হয়নি: IndianOil

​​মঙ্গলবার ফরাসি নিরাপত্তা গবেষকের সেই দাবি খণ্ডন করে দেয় ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। দাবি করা হয়, তারা শুধু গ্রাহকের আধার নম্বর টুকুই রাখে। যাতে এলপিজি ভর্তুকির টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায়। আধার সংক্রান্ত আর কোনও তথ্য তারা রাখে না।

EiSamay.Com 19 Feb 2019, 10:57 pm
এই সময় ডিজিটা ডেস্ক: Indane ওয়েবসাইট থেকে আধার তথ্য ফাঁস হওয়ার অভিযোগ ওড়াল ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ।
EiSamay.Com aadhaar 1


ফরাসি নিরাপত্তা গবেষক সম্প্রতি দাবি করেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইট থেকে আধার সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। তাঁর আরও দাবি, ৬৭ লক্ষ গ্রাহকের ডেটা ফাঁস হয়েছে।

মঙ্গলবার ফরাসি নিরাপত্তা গবেষকের সেই দাবি খণ্ডন করে দেয় ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। দাবি করা হয়, তারা শুধু গ্রাহকের আধার নম্বর টুকুই রাখে। যাতে এলপিজি ভর্তুকির টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া যায়। আধার সংক্রান্ত আর কোনও তথ্য তারা রাখে না।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল