অ্যাপশহর

লকডাউনের কাজ হারিয়ে খাবার জোটেনি পরিবারে, উত্তরপ্রদেশে 'অনাহারে' মৃত্যু শিশুকন্যার!

মৃত ওই শিশুর মা শীলা দেবী জানিয়েছেন, তিনি দিনমজুরি করে সংসার চালান। তাঁর স্বামীর শ্বাসকষ্ট রয়েছে। এক সপ্তাহ ধরে বাড়িতে ছিল না এক মুঠো অন্ন। খিদেয় কাতর হয়ে শেষপর্যন্ত মৃত্যুর কোলে ঢোলে পড়ে পাঁচ বছরের ছোট্ট সোনিয়া।

EiSamay.Com 24 Aug 2020, 11:42 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহ ধরে বাড়িতে ছিল না এক মুঠো অন্ন। খিদেয় কাতর হয়ে শেষপর্যন্ত মৃত্যুর কোলে ঢোলে পড়ে পাঁচ বছরের ছোট্ট সোনিয়া। অনাহারে ফলে জ্বর চলে আসে ওই খুদের। পয়সার অভাবে চিকিৎসাও হয়নি সময় মতো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার বরেলি আহীর ব্লকের নগলা বিধিচন্দ গ্রামে।
EiSamay.Com girl died
মৃত্যু শিশুকন্যার


যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছেন, শিশুটির মৃত্যু হয়েছে জ্বর ও ডায়েরিয়ায়। মৃত ওই শিশুর মা শীলা দেবী জানিয়েছেন, তিনি দিনমজুরি করে সংসার চালান। তাঁর স্বামীর শ্বাসকষ্ট রয়েছে। যার ফলে কাজ করতে পারেন না। কিন্তু লকডাউনের পর থেকে কাজ নেই শীলা দেবীর। গত এক মাস ধরে তাঁর বাড়িতে খাবার নেই। পাড়া-পড়শিদের সাহায্যে ১৫ দিন মতো খাবার জুটেছিল তাঁদের। কিন্তু এর পর গত সাত দিন ধরে বেঁচে থাকাই দায় হয়ে উঠেছিল ওই পরিবারের। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই স্থানীয় প্রশাসন ছুটে যায় তাঁদের বাড়িতে। চাল, ডাল-সহ সরকারি অনুদান পাঠানো হয় তাঁদের বাড়িতে। শীলা দেবী জানিয়েছেন, তাঁদের পরিবারে এখনও পর্যন্ত কারোর রেশন কার্ড হয়নি। তাই চাল-ডাল পায়না তাঁরা।

আরও পড়ুন: কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে নারাজ রাহুল-প্রিয়াঙ্কা

বাড়িতে বিদ্যুতের বিল এসেছিল সাত হাজার টাকা। হতদরিদ্র পরিবার সেই টাকা শোধ দিতে পারেনি। ফলে মাস তিনে আগে বিদ্যুৎ বন্টন সংস্থা থেকে এসে লাইন কেটে দিয়ে যায়। এর আগে নোটবন্দির সময় শিশুর আট বছরের দাদাও না খেতে পেয়ে মারা যায়। মৃত ওই শিশুর মা জানিয়েছেন, 'যে কোনও ধরণের কাজ করতে আমি রাজি আছি। যাতে আমি আমার পরিবারের মুখে অন্ন যোগাতে পারি। আমি আমার মেয়ের জন্য কোনও খাবার জোটাতে পারিনি। শেষে তিন দিনের জ্বরে তাকে হারাতে হল'।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল