অ্যাপশহর

Abortion Supreme Court: সব মহিলারই সুরক্ষিত ও আইনি গর্ভপাতের অধিকার রয়েছে: সুপ্রিম কোর্ট

Women Abortion Rights নিয়ে গুরুত্বপর্ণ পর্যবেক্ষণ কোর্টের (Supreme Court)। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিতদের মধ্যে ভেদাভেদ অসাংবিধানিক।

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 29 Sep 2022, 7:49 pm
গর্ভপাতের আইনের (Medical Termination of Pregnancy) ক্ষেত্রে মুছল বৈষম্য। বিবাহিতদের মতো অবিবাহিত নারীরাও একইভাবে একই নিয়মে আইনি পথে সুরক্ষিত গর্ভপাতের (Medical Termination of Pregnancy) অধিকারী। এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের (Justice DY Chandrachud) নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সমস্ত মহিলাই সুরক্ষিত ও আইনি গর্ভপাতের অধিকারী। বিয়ে হয়েছে কী হয়নি তার ভিত্তিতে কোনও ভেদভাব করা যায় না। আইনের চোখে সবাই সমান। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ কোর্টের।
EiSamay.Com supreme court


সু্প্রিম কোর্টের মতে, গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত অবিবাহিতদের মধ্যে ভেদাভেদ অসাংবিধানিক। মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট (Medical Termination of Pregnancy) অনুযায়ী, ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে বিবাহিত-অবিবাহিত সমস্ত মহিলারাই গর্ভপাত করাতে পারবেন। একইসঙ্গে ২০২১ সালের মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট (Medical Termination of Pregnancy) -এ সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। অবিবাহিত মহিলাদের গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দিয়ে যুগান্তকারী রায় আদালতের।

Abortion Supreme Court: বিবাহিত নারীকে জোর করে গর্ভধারণে বাধ্য করা ধর্ষণের সমতুল্য, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

এতদিন MTA Act-এ গর্ভাবস্থার ২০-২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করাতে পারতেন বিবাহিত মহিলারা। কিন্তু অবিবাহিতদের তা করতে অনুমতি দিত না আইন। শীর্ষ আদালত এদিন পর্যবেক্ষণে জানায়, ''বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী বিয়ের থেকে একটা মানুষের মৌলিক অধিকার অগ্রাধিকার পাওয়া উচিত। সমাজের বাস্তবিক ভাবনাকে মাথায় রেখে আইনের পরিবর্তনের দরকার রয়েছে। দেশে বর্তমানে আইনি বাধার কারণেই ৬০ শতাংশ গর্ভপাত বেআইনি ও অসুরক্ষিত পথেই হয়।''

Supreme Court: মন্ত্রীদের বাকস্বাধীনতার উপর বিধিনিষেধ, মামলার শুনানির সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud)-এর জানায়, লিভ ইন রিলেশনশিপে থাকা অবিবাহিত মহিলাকে গর্ভপাতের অধিকার থেকে বাইরে রাখা অসাংবিধানিক। Rights of Reproductive Autonomy অনুযায়ী অবিবাহিত-বিবাহিত উভয়েরই সমান অধিকার।

সম্প্রতি ২৪ সপ্তাহ গর্ভধারণের পর গর্ভপাতের আবেদন করে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হন ২৫ বছর বয়সী এক অবিবাহিত মহিলা। কিন্তু মহিলার সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মার নেতৃত্বাধানী ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছে, বর্তমান যে গর্ভপাত সংক্রান্ত যে আইনটি আছে তা অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বর্তমানে মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি (সংশোধনি), ২০২১ আছে তা কেবল যৌন নিপীড়ন, ধর্ষণ শারীরিক প্রতিবন্ধী নারী, মানসিক প্রতিবন্ধী, মানসিক অসুস্থ নারীদের ক্ষেত্রে প্রযোজ্য।


দেশের আরও খবরের জন্য ক্লিক করুন । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর