অ্যাপশহর

GST কমল ১৩%, তাও রেস্তোঁরায় খাওয়ার খরচ কমল কি?

নয়া জিএসটি চালুর পর বেশ কিছুটা কর ছাড় মিলেছে রেস্তোঁরাগুলিতে। ফলে বাইরে খাওয়া দাওয়া এখন অনেকটাই সস্তা। কিন্তু সত্যিই কি তাই? বাস্তব কিন্তু বলছে অন্য কথা।

EiSamay.Com 16 Nov 2017, 6:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নয়া জিএসটি চালুর পর বেশ কিছুটা কর ছাড় মিলেছে রেস্তোঁরাগুলিতে। ফলে বাইরে খাওয়া দাওয়া এখন অনেকটাই সস্তা। কিন্তু সত্যিই কি তাই? বাস্তব কিন্তু বলছে অন্য কথা। জিএসটি-তে রেস্তোঁরা বিলে মোটা অঙ্কের কর ছাড় দিলেও তার সুবিধে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে না অনেক নামী দামী রেস্তোঁরাই।
EiSamay.Com no cut in restaurant bills even after gst slash mcdonalds explains
GST কমল ১৩%, তাও রেস্তোঁরায় খাওয়ার খরচ কমল কি?


১৮% থেকে কমে নয়া রেস্তোঁরা বিলে জিএসটি ধার্য্য হয়েছে মাত্র ৫%। কিন্তু বাস্তবে দাম না কমায় অনেক গ্রাহকই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযোগ জানাচ্ছেন। সেরকমই একজন অমোঘ চাফালকর। দাম কমার পরেও ফাস্টফুড রেস্তোঁরা চেন ম্যাকডোনাল্ড তার বিলে মোটেও দাম কমায়নি বলে টুইটারে অভিযোগ করেছেন তিনি। পুরনো বিল ও নতুন বিল তুলে ধরে নিজের অভিযোগের স্বপক্ষে প্রমাণও তুলে ধরেন ওই ক্ষুব্ধ গ্রাহক।

ম্যাকডোনাল্ডস ইন্ডিয়া এর জবাবও দিয়েছে। রেস্তোঁরা চালু রাখার খরচ বেড়ে যাওয়াতেই দাম কমানো সম্ভব হয়নি তাদের।


খবরটি ইংরাজিতে পড়ুন।


# A customer took to Twitter saying that McDonald's is not passing on the benefits of the latest GST rate cut on restaurants

# McDonald's replied saying they have increased prices to make up for the higher operating costs

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল