অ্যাপশহর

'পরিবেশ বাঁচাতে অমরনাথ যাত্রায় বন্ধ হোক জয়ধ্বনি, ঘণ্টা বাজানো'

অমরনাথ মন্দিরে শিব দর্শনে গিয়ে এ বার থেকে 'নীরবতা'ই বজায় রাখতে হবে তীর্থযাত্রীদের।

EiSamay.Com 13 Dec 2017, 8:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অমরনাথ মন্দিরে শিব দর্শনে গিয়ে এ বার থেকে 'নীরবতা'ই বজায় রাখতে হবে তীর্থযাত্রীদের। ভক্তির আতিশয্যে কোনও দর্শনার্থী 'ব্যোম ব্যোম ভোলে', 'হর হর মহাদেব'... বলে শোর মাচানোর চেষ্টা করলে, কড়া মাশুল গুনতে হতে পারে। বুধবার এই মর্মেই নির্দেশ জারি করল জাতীয় পরিবেশ আদালত, 'গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চ'।
EiSamay.Com no chanting of mantras ringing bells in amarnath ngt
'পরিবেশ বাঁচাতে অমরনাথ যাত্রায় বন্ধ হোক জয়ধ্বনি, ঘণ্টা বাজানো'


গ্রিন ট্রাইব্যুনাল বেঞ্চের এদিনের নির্দেশে বলা হয়েছে, মন্দির চত্বরে জোরে জোরে 'মন্ত্রপাঠ' আর করা যাবে না। ভক্তির নামে কানফাটানো কীর্তনও চলবে না। বাজানো যাবে না মন্দিরের ঘণ্টিও। একটি লাইনে শৃঙ্খলাবদ্ধ ভাবে দাঁড়িয়েই গুহামন্দিরে ঢুকতে হবে। নির্দেশ কার্যকর করতে অমরনাথ মন্দির কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।



নিষেধাজ্ঞা আরও রয়েছে। মন্দিরে মোবাইল ফোনটিকেও সঙ্গী করা যাবে না। সঙ্গে নেওয়া যাবে না অন্য কোনও জিনিসপত্রও। মন্দিরে প্রবেশের আগে, শেষ চেকপোস্টে সেসব জমা রাখতে হবে। তীর্থযাত্রীদের সুবিধের কথা ভেবে সেখান একটি স্টোররুম তৈরি করে দেওয়ার কথাও বলা হয়েছে।

চেয়ারপার্সন স্বতন্ত্র কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন জানিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষার কথা ভেবেই এই নির্দেশ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল