অ্যাপশহর

সম্পত্তি বাজেয়াপ্ত নীরবের

এর আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা আর্থিক তছরূপের দায়ে অভিযুক্ত এবং পলাতক নীরব মোদীও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে থাকা একাধিক ফ্ল্যাট-সহ ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছিল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)।

EiSamay.Com 27 Feb 2019, 2:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এর আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৪ হাজার কোটি টাকা আর্থিক তছরূপের দায়ে অভিযুক্ত এবং পলাতক নীরব মোদীও তাঁর পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে থাকা একাধিক ফ্ল্যাট-সহ ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা জানিয়েছিল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। যার মধ্যে ছিল মুম্বই, লন্ডন ও নিউ ইয়র্কে থাকা নীরবের তিনটি ফ্ল্যাট, সিঙ্গাপুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা বিপুল অর্থ ও সিঙ্গাপুর থেকে ভারতে পাঠানো প্রচুর মূল্যবান গয়নাগাঁটি।
EiSamay.Com Nirav Modis property seized
নীরব মোদী।


এ বার ফের অর্থপাচাররোধী আইন (প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট) এর আওতায় পরোয়ানা জারি করে মুম্বই ও সুরাটে থাকা নীরবের ১৪৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যার মধ্যে রয়েছে আটটি বিলাসবহুল গাড়ি, জমি এবং বাড়ি, কারখানা এবং যন্ত্রাংশ ও প্রচুর মূল্যবান গয়নাগাঁটি। নামপ্রকাশে অনিচ্ছুক এক ইডি আধিকারিক জানিয়েছেন, এইসব সম্পত্তি নীরবের মালিকানাধীন সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, ফায়ারস্টার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, র‍্যাডেশির জুয়েলারি কোম্পানি প্রাইভেট লিমিটেডের।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল