অ্যাপশহর

পাঠানকোট হামলায় জইশের মাথা মাসুদের বিরুদ্ধে চার্জশিট

গত জানুয়ারিতে পাঠানকোট হামলার ঘটনায় পাক জঙ্গিসংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মওলনা মাসুদ আজহার-সহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দায়েরের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা, NIA-কে অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

EiSamay.Com 28 Nov 2016, 7:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত জানুয়ারিতে পাঠানকোট হামলার ঘটনায় পাক জঙ্গিসংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মওলনা মাসুদ আজহার-সহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দায়েরের জন্য জাতীয় তদন্তকারী সংস্থা, NIA-কে অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাঠকোট বিমানঘাঁটিতে ওই জঙ্গি হামলায় ৭ জওয়ান নিহত হয়েছিলেন।
EiSamay.Com nia gets government nod to charge jem chief masood azhar for pathankot terror attack
পাঠানকোট হামলায় জইশের মাথা মাসুদের বিরুদ্ধে চার্জশিট


সূত্রের খবর, বেআইনি কার্যকলাপ আইনের ১৮, ২০ ও ২৮ ধারা ছাড়াও বিস্ফোরক আইন ও ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মাসুদদের বিরুদ্ধে চার্জগঠনের অনুমতি দিয়েছে মন্ত্রক। মাসুদ আজহার ছাড়াও রয়েছে তার ভাই আব্দুল রউফ ও দুই হ্যান্ডেলার শাহিদ লতিফ কাশিফ জান।

বিচারপ্রক্রিয়া শুরু করতে খুব শিগগিরই সংশ্লিষ্ট ধারাগুলিতে চার্জগঠন করবে এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, ভারতীয় বিমানবাহিনীর পাঠানকোট ঘাঁটিতে হামলার মূলচক্রী ছিল মাসুদ আজহার। তার পরিকল্পনা মতোই হামলা হয়েছে।

রাষ্ট্রপুঞ্জের কাছে জইশ প্রধানকে 'আন্তর্জাতিক জঙ্গি' হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছে ভারত। এই চার্জগঠনের পরে ভারতের দাবি আরও জোরালো হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল