অ্যাপশহর

বন্যার পরে উত্তর-পূর্বে পরিষেবা চালু করছে রেল

বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি ট্রেন পরিষেবা আবার চালু করার কথা ঘোষণা করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।

EiSamay.Com 20 Sep 2017, 9:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি ট্রেন পরিষেবা আবার চালু করার কথা ঘোষণা করল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।
EiSamay.Com nf railways to restore service of trains
বন্যার পরে উত্তর-পূর্বে পরিষেবা চালু করছে রেল


বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে বন্ধ রেল পরিষেবা চালু করার ঘোষণা করেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের (মালিগাঁও) জেনারেল ম্যানেজার (অপারেশন্‌স)। গত একমাসের উপর উত্তর-পূর্বে প্রবল বন্যার কারণে যে ট্রেনগুলি সাময়িক বাতিল করা হয়েছিল, সেগুলি আবার চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাঠকদের সুবিধার্থে রেল কর্তৃপক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি তুলে দেওয়া হল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল