অ্যাপশহর

সাংবাদিক হত্যার প্রতিবাদে সম্পাদকীয় কলম সাদা, ত্রিপুরায় দ্রোহকাল

মঙ্গলবার ত্রিপুরায় দুষ্কৃতিদের হাতে খুন হয়েছেন একটি বাংলা সংবাদপত্রের সিনিয়র রিপোর্টার সুদীপ দত্ত ভৌমিক।

EiSamay.Com 7 Dec 2022, 12:15 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ত্রিপুরায় দুষ্কৃতিদের হাতে খুন হয়েছেন একটি বাংলা সংবাদপত্রের সিনিয়র রিপোর্টার সুদীপ দত্ত ভৌমিক। ঠিক দু’মাস আগে ত্রিপুরাতেই খুন হয়েছিলেন আরও এক সাংবাদিক শান্তনু ভৌমিক। এই সব খুনের প্রতিবাদেই বৃহস্পতিবার ২৩ নভেম্বর ত্রিপুরার বেশ কিছু সংবাদপত্র তাদের সম্পাদকীয় বিভাগটি খালি রেখেই কাগজ ছাপাল।
EiSamay.Com blank editorial
প্রতিবাদ জানাতে ছাপা হল না সম্পাদকীয় কলাম।


সুদীপ দত্ত ভৌমিক খুনের প্রতিবাদে সামিল হয়েছে ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা টাইমস, দৈনিক সংবাদ, স্যন্দন পত্রিকা এবং ত্রিপুরা দর্পণের মতো সংবাদপত্রগুলি। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাত্কািরে ত্রিপুরা টাইমস-এর সম্পাদক মানস পাল জানিয়েছেন, ‘দু’মাসের মধ্যে দু’জন সাংবাদিককে এভাবে খুন করা হল। পরিস্থিতি খুবই সঙ্কটজনক। এই অন্যায়ের প্রতিবাদেই আমরা আজ সম্পাদকীয় বিভাগ খালি রেখেছি।’ প্রতিবাদে সুর মিলিয়েছে বেশ কিছু রাজনৈতিক দলও। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বন্‌ধ ডেকেছিল ভারতীয় জনতা পার্টি এবং যুব কংগ্রেস।

আরও পড়ুন: ফের ত্রিপুরা, গুলি করে হত্যা সাংবাদিককে

স্যন্দন পত্রিকার সাংবাদিক ৫২ বছরের সুদীপ দত্ত ভৌমিককে গুলি করার অভিযোগ উঠেছে সেকেন্ড ত্রিপুরা স্টেট রাইফেলস-এর এক কনস্টেবলের বিরুদ্ধে। টিএসআর-এর কমান্ডান্ট তপন দেববর্মার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করছিলেন সুদীপ। টাকা তছরুপ এবং অন্যান্য বেশ কয়েকটি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তপন দেববর্মার। সেই তদন্তেই বেশ খানিকটা এগিয়েছিলেন সুদীপ। পুলিশের তরফেও বলা হয়েছে যে দেববর্মার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়েও কিছু তথ্য হাতে এসেছিল ওই সাংবাদিকের। স্যন্দন পত্রিকার সম্পাদক এবং মালিক সুবল কুমার দে জানিয়েছেন, সুদীপকে টিএসার কমান্ডান্ট নিজের অফিসে ডেকে পাঠিয়ে ঠান্ডা মাথায় তাঁকে খুন করেছে। সুবল দে-র অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তপন দেববর্মাকে।

বুধবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুদীপ দত্ত ভৌমিকের। ত্রিপুরার রাজ্যপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর কাছে একটি রিপোর্ট জমা দিয়েছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল