অ্যাপশহর

রেল অ্যাপ: হোটেল থেকে ক্যাব বুক, সেরে ফেলুন ট্রেনে বসেই

যাত্রী ভোগান্তির এই পরিচিত ছবিটায় এবার আমূল বদল আসতে চলেছে আগামী এপ্রিল থেকে। রেল আনছে অ্যাপ।

EiSamay.Com 22 Oct 2016, 6:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ট্রেন থেকে নেমে কুলির জন্য হাপিত্যেশ? কুলি না হয় পেলেন, তারপর আবার ট্যাক্সির লম্বা লাইনে দাঁড়িয়ে গলদঘর্ম? দুর্ভোগের শেষ তো এখানেই নয়। প্ল্যাটফর্ম বা ট্রেনের টিকিট কাটতে গিয়ে লাইনে দাঁড়িয়ে ট্রেন মিস-ও চেনা ছবি। যাত্রী ভোগান্তির এই পরিচিত ছবিটায় এবার আমূল বদল আসতে চলেছে আগামী এপ্রিল থেকে। রেল আনছে অ্যাপ। স্মার্টফোন বা আইফোন থেকে এক ক্লিকেই এবার মুশকিল আসান।
EiSamay.Com new rail app will let you order cab hotel movies and food on train
রেল অ্যাপ: হোটেল থেকে ক্যাব বুক, সেরে ফেলুন ট্রেনে বসেই


এ জন্য বিশেষ কিছুই আপনাকে করতে হবে না। জাস্ট স্মার্টফোনে রেলওয়ের অ্যাপ ডাউনলোড করে নিলেই হবে। বাড়ি থেকে রেলস্টেশনে যেতে উবর বুক বা ট্রেনে চেপে বাছাই রেস্তোরাঁর প্রিয় কোনও ডিশের অর্ডার, সবকিছুই এখন এক নিমেষে। ট্রেনে বসেই সেই খাবার পেয়ে যাবেন। থাকবে ট্রেনে বসে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ।

রেলের এই অ্যাপটি থেকে কী কী সার্ভিস মিলবে, তার একটি পূর্ণাঙ্গ তালিকা সেখানে পেয়ে যাবেন। পারবেন আগাম কুলি বুক করে রাখতেও।

খুব দ্রুত এই অ্যাপটি চালু করতে চায় রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামী বছর ৩১ মার্চের মধ্যে এই মোবাইল অ্যাপ ইকোসিস্টেম চালু হয়ে যাবে।

প্রসঙ্গত, গোটা অস্ট্রেলিয়ার জনসংখ্যা যা, ভারতে রোজ ঠিক তত যাত্রীই (২৩ মিলিয়ন) রেলে চাপেন। সারাদিনে প্যাসেঞ্জার ট্রেন চলে ১২ হাজার। নেটওয়ার্কের দিক থেকেও খুব ছোট নয়। বিশ্বের চতুর্থ বৃহত্তম।

রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, তাদের ৯৫ শতাংশ টিকিটই আনরিজার্ভড। তাই এই টিকিট বুক ঝঞ্জাট-মুক্ত ভাবে করতে অ্যাপ সহায়ক হবে। উবরের কাছ থেকে পরিষেবা বিষয়ে সবুজসংকেতও পেয়েছে রেলকর্তৃপক্ষ। পেটিএম, মোবাইল ই-কমার্স কোম্পানিগুলোর সঙ্গে এই মুহূর্তে আলোচনাও চালাচ্ছেন রেলের কর্তাব্যক্তিরা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল