অ্যাপশহর

দিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস: রুট, ভাড়া, সুবিধে জানুন এক ক্লিকে

এই ট্রেনে রয়েছে ওয়াইফাই, বায়ো ভ্যাকুয়াম শৌচালয়, জিপিএস বেসড ইনফোটেইনমেন্ট সিসটেম ও সিসিটিভি-র নজরদারি। এ ছাড়াও এর অত্যাধুনিক প্রযুক্তির কারণে সফরের সময় ৪০% কমেছে। বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ ভাড়া ৩,০১৫ টাকা ও সর্বনিম্ন ভাড় ১,৬৩০ টাকা।

EiSamay.Com 6 Oct 2019, 1:05 pm

হাইলাইটস

  • যাত্রা শুরু করেছে দিল্লি-কাটরা বন্দে-ভারত এক্সপ্রেস।
  • শনিবার ভোর ৬টায় দিল্লি থেকে যাত্রা শুরু করে নিউ দিল্লি-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস।
  • ট্রেনটি কাটরা পৌঁছয় একইদিনে দুপুর দুটো নাগাদ।
Watch: HM Amit Shah flags off Delhi-Katra Vande Bharat Express
এই সময় ডিজিটাল ডেস্ক: যাত্রা শুরু করেছে দিল্লি-কাটরা বন্দে-ভারত এক্সপ্রেস। শনিবার ভোর ৬টায় দিল্লি থেকে যাত্রা শুরু করে নিউ দিল্লি-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি কাটরা পৌঁছয় একইদিনে দুপুর দুটো নাগাদ।
শনিবারই বিকেল তিনটের সময় কাটরা থেকে ছেড়ে রাত ১১টা নাগাদ দিল্লি পৌঁছয় ট্রেনটি। মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি সব দিনেই চলবে এই ট্রেন। এতে রয়েছে দুটি এগজিকিউটিভ এসি চেয়ার কার ও ১২টি চেয়ার কার কোচ রয়েছে। পথে শুধু আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা ও জম্মু তাওয়াই স্টেশনে থামে এই ট্রেন।

এই ট্রেনে রয়েছে ওয়াইফাই, বায়ো ভ্যাকুয়াম শৌচালয়, জিপিএস বেসড ইনফোটেইনমেন্ট সিসটেম ও সিসিটিভি-র নজরদারি। এ ছাড়াও এর অত্যাধুনিক প্রযুক্তির কারণে সফরের সময় ৪০% কমেছে। বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ ভাড়া ৩,০১৫ টাকা ও সর্বনিম্ন ভাড় ১,৬৩০ টাকা।

পরের খবর