অ্যাপশহর

বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর শিরোপা জুটল নয়াদিল্লির!

এমনটাই দাবি করা হয়েছে আইকিউ এয়ারভিস্যুয়াল ও গ্রিনপিসের যৌথ সমীক্ষা রিপোর্টে। ২০১৮-য় এই সমীক্ষা চালানো হয়। দূষণে পিছিয়ে নেই ভারতের প্রতিবেশী বাংলাদেশের রাজধানী ঢাকাও।

EiSamay.Com 5 Mar 2019, 11:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দূষণে সকলকে টেক্কা দিয়ে ফের শীর্ষে নয়াদিল্লি। বিশ্বের রাজধানী শহরগুলির মধ্যে নয়াদিল্লিতেই দূষণ সবচাইতে বেশি। এমনটাই দাবি করা হয়েছে আইকিউ এয়ারভিস্যুয়াল ও গ্রিনপিসের যৌথ সমীক্ষা রিপোর্টে।
EiSamay.Com delhi1


২০১৮-য় এই সমীক্ষা চালানো হয়। দূষণে পিছিয়ে নেই ভারতের প্রতিবেশী বাংলাদেশের রাজধানী ঢাকাও। দ্বিতীয় স্থানটি ঢাকার। তিনে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল।

বিশ্বের মোট ৬১টি দেশের বাতাসে ভাসমান গড় ফাইন পার্টিকুলেট ম্যাটার বা PM2.5-র ভিত্তিতে দূষণমাত্রা নির্ধারণ করা হয়। নয়াদিল্লিতে প্রতি ঘনমিটারে PM2.5-র পরিমাণ ১১৩.৫ মাইক্রোগ্রাম। বেজিং-এর প্রায় দ্বিগুণ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল