অ্যাপশহর

বোমাতঙ্কে দাঁড়িয়ে পড়ল নিউদিল্লি-হাওড়া রাজধানী

নিউদিল্লি স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ার পরেই ট্রেন বোমা রয়েছে বলে উড়ো একটি ফোন পায় রেল কর্তৃপক্ষ।

EiSamay.Com 7 Jul 2018, 8:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বোমাতঙ্কের জেরে শনিবার সন্ধ্যায় গাজিয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে পড়ল হাওড়ামুখী রাজধানী এক্সপ্রেস। নিউদিল্লি স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস ছাড়ার পরেই ট্রেন বোমা রয়েছে বলে উড়ো একটি ফোন পায় রেল কর্তৃপক্ষ। তার পরেই ট্রেনটিকে তড়িঘড়ি দাঁড় করিয়ে কামরায়-কামরায় তল্লাশি শুরু হয়।
EiSamay.Com Rajdhani train


সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, রাজধানীতে বোমা রাখা রয়েছে, এমন একটি ফোন পেয়েই গাজিয়াবাদের কাছে ট্রেনটিকে দাঁড় করানো হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। পাঠনো হয় স্নিফার ডগও। তল্লাশির সময় সব যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, প্রায় দেড় ঘণ্টা ধরে রাজধানীর প্রতিটি কামরা ছানবিন করে দেখা হয়েছে। তার পরেই রাজধানীকে সবুজসংকেত দেওয়া হয়। যদিও কোনও বিস্ফোরক বা বোমার অস্তিত্ব মেলেনি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল