অ্যাপশহর

কৈলাস মানসসরোবর যাওয়ার জন্যে তৈরি রাস্তা নিয়ে ভারত-নেপাল বিবাদ

তিব্বতে মানসসরোবর যাত্রায় যাতে তীর্থযাত্রীদের কোনও অসুবিধে না হয়, সেই কথা মাথায় রেখেই এই রাস্তার তৈরি করা হয়। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে রাস্তার উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

EiSamay.Com 12 May 2020, 11:51 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বাড়ছে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন। সোমবার নেপালের বিদেশ মন্ত্রী ডেকে পাঠালেন ভারতের রাষ্ট্রদূতকে। আলোচনায় উঠে এল উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে তৈরি নতুন রাস্তা নিয়ে। শুক্রবার হিমালয়ের ১৭ হাজার ফুট উচ্চতায় চিনের সঙ্গে ভারতের সীমান্ত বরাবর ৮০ কিমি দীর্ঘ রাস্তার উদ্বোধন করা হয়। আর তাতেই অসন্তোষ প্রকাশ করেছে নেপাল।
EiSamay.Com Nepals foreign minister summoned Indias ambassador over a new road being built through the Lipulekh pass in Uttarakhand
কৈলাস মানসসরোবর


সোমবার নেপালের বিদেশ মন্ত্রকের তরফে ট্যুইটে দাবি করা হয় ভারত ১৮১৬ সালের চুক্তি ভঙ্গ করেছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে সীমান্তে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দেশের মধ্যে আলোচনা হবে।

এর উত্তরে ভারতের বিদেশ মন্ত্রক থেকে বলা হয়, এই রাস্তা ভারতের সীমান্তের ভিতরে পড়ছে। পুরনো দিনে তীর্থযাত্রীরা কৈলাস মানসসরোবর যাওয়ার জন্যে যে রাস্তা ব্যবহার করতেন সেই রুটের রাস্তা তৈরি করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, যদি কোনও সমস্যা থেকে থাকে তা কূটনৈতিক আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে। দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার উপরে যাতে কোনও আঁচ না পড়ে তা নিশ্চিত করা হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল