অ্যাপশহর

নমো-কে 'নীচ' বলায় কংগ্রেস থেকে সাসপেন্ড আইয়ার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'নীচ আদমি' বলার কারণে দল থেকে সাসপেন্ড হলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার।

EiSamay.Com 7 Dec 2017, 10:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'নীচ আদমি' বলার কারণে শেষ পর্যন্ত দল থেকেই সাসপেন্ড হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার।
EiSamay.Com neech remark row congress suspends mani shankar aiyar
নমো-কে 'নীচ' বলায় কংগ্রেস থেকে সাসপেন্ড আইয়ার


গুজরাত নির্বাচনের ঠিক দুই দিন আগে মণিশঙ্কর আইয়ারকে সাসপেন্ড করল কংগ্রেস। গুজরাত নির্বাচন কেন্দ্র করে কং-বিজেপি চাপানউতোরের জেরে এদিন এক জনসভায় মোদীকে নিম্ন মানের মানুষ বলে মন্তব্য করেন মণিশঙ্কর। তার জেরে তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও মণিশঙ্করের মন্তব্যের নিন্দা করে বলেন, প্রধানমন্ত্রীর উদ্দেশে এমন ভাষা প্রয়োগ অনভিপ্রেত। এদিন তিনি টুইট করেন, 'কংগ্রেস এবং আমি, উভয়েই আশা করি নিজের মন্তব্যের জন্য উনি (মণিশঙ্কর আইয়ার) ক্ষমা চাইবেন।'

আরও পড়ুন: মোদীকে 'নীচ আদমি' বলে বিতর্কে মণিশঙ্কর, পাল্টা নমোর

এর কয়েক মিনিের মধ্যেই পাল্টা টুইট করে আইয়ার জানান, কংগ্রেস নেতাদের বিরুদ্ধে প্রতিদিন প্রধানমন্ত্রী যে কুত্‍‌সিত ভাষা ব্যবহার করেন, তিনি তারই জবাব দিয়েছেন। তাঁর দাবি, 'আমি একজন ফ্রিল্যান্স কংগ্রেসি, যে দলীয় কোনও পদে বহাল নেই। তাই আমি প্রধানমন্ত্রীকে তাঁর নিজের ভাষাতেই জবাব দিতে পারি।'

সেই সঙ্গে তিনি জানান, 'নীচ' বলে তিনি প্রধানমন্ত্রীকে জাতপাত নিয়ে কটাক্ষ করেননি। আচরণ সম্পর্কেই শুধু মন্তব্য করেছেন। তবে সেই ব্যাখ্যায় শেষ পর্যন্ত চিড়ে ভেজেনি। এদিন রাতেই দল তাঁকে সাসপেন্ড করেছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল