অ্যাপশহর

টেরর ফান্ডিং মামলায় এনআইএ-র হাতে গ্রেফতার রশিদ ইঞ্জিনিয়ার

উত্তর কাশ্মীরের ল্যাঙ্গেট বিধানসভা কেন্দ্রে থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রশিদ। চলতি সপ্তাহের গোড়াতেই তাঁকে কয়েক দফায় জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। কিন্তু, তাঁর জবাবে সন্তুষ্ট হতে পারেননি। বেশ কিছু অসংগতি ধরা পড়ে। তার পরেই এদিন এনআইএ তাঁকে গ্রেফতার করল।

EiSamay.Com 10 Aug 2019, 2:37 am
এই সময় ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের প্রাক্তন নির্দল বিধায়ক শেখ আব্দুল রশিদকে শুক্রবার গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ। যিনি রশিদ ইঞ্জিনিয়ার নামেই সমধিক পরিচিত। টেরর ফান্ডিং মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এই প্রথম কোনও মূলস্রোতের রাজনীতিককে গ্রেফতার করলেন এনআইএ'র গোয়েন্দারা।
EiSamay.Com sheikhabdulrashid-kKF--621x414@LiveMint


উত্তর কাশ্মীরের ল্যাঙ্গেট বিধানসভা কেন্দ্রে থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রশিদ। চলতি সপ্তাহের গোড়াতেই তাঁকে কয়েক দফায় জেরা করেছিল এনফোর্সমেন্ট ডিরক্টরেট (ইডি)-এর আধিকারিকরা। কিন্তু, তাঁর জবাবে সন্তুষ্ট হতে পারেননি। বেশ কিছু অসংগতি ধরা পড়ে। তার পরেই এদিন এনআইএ তাঁকে গ্রেফতার করল।

এনআইএ-র একটি সূত্র জানাচ্ছে, জাহুর ওয়াতালি নামে জনৈক এক ব্যবসায়ীকে জেরার সময় রশিদ ইঞ্জিনিয়ারের নাম প্রকাশ্যে আসে। এই জাহুর পাক মদতপুষ্ট জঙ্গিনেতা হাফিজ সইদের থেকে টাকা নিয়েছিল বলে গোয়েন্দাদের দাবি। যে কারণে এনআইএ আগেই তাকে গ্রেফতার করে।

এর আগে ২০১৭ সালেও একবার জেরার মুখে পড়তে হয়েছিল কাশ্মীরের প্রাক্তন এই বিধায়ককে। এবারও তাঁর কিছু লেনদেন সন্দেহজনক মনে হয়েছে এনআইএ'র। সেই সন্দেহ দূর করতে ব্যর্থ হন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল