অ্যাপশহর

মোদীর ‘মন কি বাত’ শুনিয়েই ₹১০ কোটি আকাশবাণীর ঘরে

ফি মাসে শেষ রবিবার সকাল ১১টায় রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Ei Samay 19 Jul 2017, 7:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফি মাসে শেষ রবিবার সকাল ১১টায় রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নানা বিষয়ে বলেন তাঁর, ‘মনের কথা।’ যদিও প্রধানমন্ত্রীর এই ‘মন কি বাত’ নিয়ে শুরু থেকেই আপত্তি বিরোধীদের। BJP ‘রেডিও রাজনীতি’ করছে বলে বরাবর সুর চড়িয়েছে কংগ্রেস।
EiSamay.Com narendra modis mann ki baat earns 10 crore for all india radio
মোদীর ‘মন কি বাত’ শুনিয়েই ₹১০ কোটি আকাশবাণীর ঘরে


কিন্তু, এবার এই ‘মন কি বাত’-এর সাফল্যই তুলে ধরল কেন্দ্রীয় সরকার। ‘মন কি বাত’ থেকে গত দুই আর্থিক বর্ষে প্রায় ১০ কোটি টাকা লাভ হয়েছে আকাশবাণীর। আজ এক প্রশ্নের উত্তরে লোকসভা এই তথ্য দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর।

তিনি বলেন, ‘‘মন কি বাত’ সম্প্রচার করে ২০১৬-১৭ অর্থবর্ষে ৫.১৯ কোটি এবং ২০১৫-১৬ অর্থবর্ষে ৪.৭৮ কোটি টাকা ব্যবসা করেছে অল ইন্ডিয়া রেডিও।’ হিন্দি, ইংলিশ ছাড়াও ১৮টি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হয় ‘মন কি বাত’। অনাবাসী ভারতীয়দের মধ্যেও বিপুল সাড়া ফেলেছে এই অনুষ্ঠান।

২০১৪ সালের ৩ অক্টোবর ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে অ্যাপেল মাধ্যমেও ‘মন কি বাত’ শোনা যায়। এছাড়াও বিভিন্ন ইস্যুতে ‘মন কি বাত’-এর মাধ্যমে দেশবাসীর কাছে পরামর্শ চান প্রধানমন্ত্রী।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল