অ্যাপশহর

মন্ত্রিসভায় রদবদলের মুখে বড় চমক, নয়া মন্ত্রক তৈরি করল মোদী সরকার

কেন্দ্রে আসছে বদল.... মন্ত্রিসভার রদবদল নিয়ে নানা জল্পনার মাঝেই সামনে এল নয়া মন্ত্রকের পরিকল্রনা।

EiSamay.Com 7 Jul 2021, 12:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বড়সড় বদল আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায়। বুধবার তার সরকারিভাবে ঘোষণার আগেই সামনে এল কেন্দ্রে বাড়তে চলেছে আরও একটি মন্ত্রক- 'Ministry of Cooperation'। সমবায় আন্দোলনকে আরও মজবুত করতেই সরকারে জুড়ল এই মন্ত্রক। দেশে সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতেই উদ্যোগ।
EiSamay.Com modi


নয়া মন্ত্রক গড়ার সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে দাবি মোদী সরকারের। এই মন্ত্রকের মূল মন্ত্র হবে 'সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি।' মন্ত্রিসভার রদবদলের প্রাক্কালে এমন সিদ্ধান্তে শুরু জল্পনা, এ মন্ত্রকের দায়িত্বে থাকবেন কারা। এ মন্ত্রক কি নিজের হাতেই রাখবেন প্রধানমন্ত্রী নাকি নতুন কোনও মন্ত্রী পাবেন দায়িত্ব এ নিয়ে কৌতূহলী সকলেই। তবে এই সিদ্ধান্ত আচমকা নয়, বাজেট পেশের সময় নতুন মন্ত্রকের ইঙ্গিত দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

সূত্রের খবর, বুধবার সন্ধে ৬ টায় হতে চলেছে ক্যাবিনেটের নয়া রদবদলের ঘোষণা। সামিল হতে পারে অনেক নতুন মুখ। বদলাবে অনেকের দায়িত্ব। গেরুয়া শিবিরের অন্দরের খবর অনুযায়ী বাংলা থেকেও মোদীর মন্ত্রিসভায় সামিল হতে পারে কয়েকটি নতুন মুখ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল