অ্যাপশহর

তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না, আর্জি মোদীর

সোমবার উত্তরপ্রদেশের বুন্দেলখন্ডের মাহোবা জেলায় আয়োজিত একটি র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

EiSamay.Com 24 Oct 2016, 4:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার উত্তরপ্রদেশের বুন্দেলখন্ডের মাহোবা জেলায় আয়োজিত একটি র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পাখির চোখ এখন ২০১৭ সালে উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন। সেই র্যা লিতেই তিনি মুলসিম মহিলাদের হয়ে সওয়াল করেন। স্পষ্ট জানিয়ে দেন, তিন তালাক দেওয়ার প্রথা নিয়ে কোনও রাজনৈতিক খেলার মধ্যে যেন কেউ না যান।
EiSamay.Com narendra modi bats for womens rights says triple talaq should not be politicised in uttar pradesh
তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না, আর্জি মোদীর


তিন তালাক-এর বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন মোদী বলেন, ‘কেউ যদি ফোন করে তিনবার তালাক বলে দিয়ে সব দায়িত্ব ঘাড় থেকে ঝেড়ে ফেলে দিতে চায়, তাহলে কী আমরা তা হতে দেব? এভাবে আমাদের মুসলিম মেয়েদের জীবন নষ্ট হয়ে যেতে দেওয়া উচিত? ’

তিনি আরও বলেন কিছু কিছু রাজনৈতিক দল শুধু মাত্র ভোচট ব্যাঙ্ক বাঁচানোর জন্যে মুসলিম মেয়েদের তাঁদের সহজাত অধিকার থেকে বঞ্চিত করছে। মোদী জানান মেয়েদের স্বার্থ রক্ষার সঙ্গে রাজনীতিকে মেলানো অনৈতিক।

# Prime Minister Narendra Modi on Monday reached Uttar Pradesh to address a rally in the Mahoba district of Bundelkhand region ahead of the Assembly elections in 2017.
# Modi also sent a strong message on the equality of women through his statement on triple talaq
# He said some political parties want to keep Muslim women bereft of their natural rights because of vote bank politics

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল