অ্যাপশহর

বিশ্বের প্রথম কৃত্রিম পা পেতে চলেছে নাগপুরের সাহেবরাও

বুধবার নিউরোমার জন্যে অস্ত্রোপচার হয়। একই সঙ্গে কৃত্রিম পায়ের মাপও নেওয়া হয়। ৬ সপ্তাহ পরে নতুন কৃত্রিম পা লাগানো হবে বলেই জানিয়েছেন চিকিত্‍সকরা। জানুন বিস্তারিত...

EiSamay.Com 10 Oct 2019, 2:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নাগপুরের গোরেওয়াডা রেসকিউ সেন্টারে চিকিত্‍সারত পুরুষ বাঘ ৯ বছরের সাহেবরাও-র জন্যে সুখবর। কৃত্রিম পা লাগানোর দিকে আরও খানিকটা এগিয়ে গেল সাহেবরাও। কাজে সাফল্যে এলে বিশ্বে এই প্রথম কোনও বাঘের কৃত্রিম পা লাগানো হবে।
EiSamay.Com nagpur tiger to get artificial limb, undergoes first successful surgery
কৃত্রিম পা পেতে চলেছে নাগপুরের সাহেবরাও


২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি টাইমস অফ ইন্ডিয়া প্রথম জানিয়েছিল, সাহেবরাও কৃত্রিম পা পেতে পারে। বুধবার ৪০ মিনিট ধরে অস্ত্রোপচার করা হল সাহেবরাও-র পায়ে। ওয়াইল্ডলাইফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পশুচিকিত্‍সক ডা. শিরিষ উপাধ্যায়ের নেতৃত্বে ডা. গৌতম ভোজনে এবং ডা. বিনোদ ধুত এই অস্ত্রোপচার করেন।

এদিন অস্ত্রোপচারের সময়ে উপস্থিত ছিলেন লিডস বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জেন ডা. শুশ্রূত বাবহুলকর এবং ডা. পিটার গিয়ানাউদিস, মহারাষ্ট্রের ফরেস্ট ডেভলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এন রামবাবু, পিসিসিএফ-এর ডিভিশনাল ম্যানেজার এনএইচ কাকোডকর, নন্দকিশোর কালে এবং অন্যান্যরা।

২০১২ সালে চোরাশিকারীদের পাতা ফাঁদে পড়ে আঘাত লাগে সাহেবরাও-এর। সেই সময়ে রেনাল ফেলিয়র এবং গ্যাংগ্রিনের জন্যে চিকিত্‍সা করা হয়েছিল।ফলে পায়ের পাতা বাদ দিতে হয়েছিল। গত ৬ বছর ধরে খুঁড়িয়ে হাঁটে সে। সব শেষ কয়েক মাসে পায়ের যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছিল, যে এক পা ফেলেই কেঁদে উঠত সাহেবরাও। বুধবার নিউরোমার জন্যে অস্ত্রোপচার হয়। একই সঙ্গে কৃত্রিম পায়ের মাপও নেওয়া হয়। ৬ সপ্তাহ পরে নতুন কৃত্রিম পা লাগানো হবে বলেই জানিয়েছেন চিকিত্‍সকরা।
খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল