অ্যাপশহর

'অজানা উড়ন্ত কী একটা!' পঞ্জাবের আকাশে রহস্যজনক আলো ঘিরে চাঞ্চল্য

আকাশে অলৌকিক আলো ঘিরে তোলপাড়া পঞ্জাব। কেউ বলছেন ভিনগ্রহের যান, কেউ আবার আতঙ্কিত ভারতের উপর হামলা করছে পাকিস্তান ও চিন। কেউ আবার দেবতার অভিশাপে মহাপ্রলয়ের পূর্বাভাস মনে করে ইষ্ট নাম জপ শুরু করেন...

EiSamay.Com 3 Dec 2021, 11:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আকাশের বুক চিরে আচমকা উজ্জ্বল আলো। চমকে উঠলেন স্থানীয়রা। UFO, দেবতার আর্শীবাদ, অভিশাপ নাকি কোনও অলৌকিক ভৌতিক কাণ্ড? শুক্রবার সন্ধেয় এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পঞ্জাবের পাঠানকোটে। আসলে কী হয়েছিল তাই নিয়ে ছড়াল নানা জল্পনা।
EiSamay.Com navbharat-times


অলৌকিক অজানা ঘিরে তোলপাড় পঞ্জাবে। জানা গিয়েছে, এদিন সন্ধেয় ৬.৫০ নাগাদ আচমকা আকাশ জুড়ে দেখা যায় উজ্জ্বল এক আলোর রেখা। স্থানীয়দের দাবি, আকাশের এক প্রান্ত থেকে দিগন্তের অন্য প্রান্তে জুড়ে ছুটে যাওয়া সেই অলৌকিক আলোতে প্রায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়। প্রায় পাঁচ মিনিট পর্যন্ত সেই আলো স্থায়ী হয়েছিল বলে স্থানীয় সূত্রে দাবি। মুহূর্তের মধ্যে পাঠানকোটের আকাশে দেখতে পাওয়া এই অলৌকিক আলো নিয়ে নানাধরনের গুজব ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। উৎসাহী জনতার করা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল।

প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, পঞ্জাবের আকাশের ওই আলো কোনও অলৌকিক বা মহাজাগতিক ঘটনা নয়। বরং ওটা একটা স্যাটেলাইটের আলো। এক সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি, ওই আলোটি আসলে Elon Musk-এর Starlink স্যাটেলাইটের কারণে হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, Low Orbit-এ চলে আসার কারণেই স্যাটেলাইটের আলো চোখে পড়েছে। তবুও গুজবের কারণে অনেকেই বিষয়টিতে সাংঘাতিক আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন।



পরের খবর