অ্যাপশহর

তিন তালাকের বিরুদ্ধে পরামর্শ দেওয়া হবে, জানাল মুসলিম ল বোর্ড

তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, এ বার থেকে বিয়ের সময়ই কাজি প্রত্যেক সদ্যোবিবাহিতদের এই প্রথার ব্যবহার না করার পরামর্শ দেবেন।

EiSamay.Com 22 May 2017, 7:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার মুসলিম পার্সোনাল ল বোর্ড জানিয়েছে, এ বার থেকে বিয়ের সময়ই কাজি প্রত্যেক সদ্যোবিবাহিতদের এই প্রথার ব্যবহার না করার পরামর্শ দেবেন।
EiSamay.Com muslim law board files affidavit in sc triple talaq undesirable practice will issue advisory against it
তিন তালাকের বিরুদ্ধে পরামর্শ দেওয়া হবে, জানাল মুসলিম ল বোর্ড


দেশের শীর্ষ আদালতে একটি এফিডেভিট জমা দিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB) জানায়, নিজেদের ওয়েবসাইট, পাবলিকেশন এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কাজিদের জানাবেন যাতে তাঁরা ‘নিকাহনামা؊’ পড়ার সময় প্রত্যেকবার এই প্রথার ব্যবহার না করতে পরামর্শ দেন। যতই মতভেদ হোক একবারে তিন তালাকের উচ্চারণ যেন না করেন। এই প্রথা শরিয়তে একেবারেই কাম্য নয়।

আপাতত এফিডেভিট ৫ বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে। গত সপ্তাহে ১৮ মে তিন তালাক নিয়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। টানা ৬ দিন ধরে কেন্দ্র, AIMPLB এবং অল ইন্ডিয়া উইমেন্স পার্সোনাল ল বোর্ডের সওয়াল শোনার পর রায়দান স্থগিত রয়েছে। বিচারপতিদের বেঞ্চ এ প্রসঙ্গে প্রশ্ন করেন, তিন তালাক কী ভাবে মুসলিমদের ‘বিশ্বাস’ হতে পারে যেখানে ‘পুরুষ নিয়ন্ত্রিত’ এই প্রথাকে ‘পাপ’ বলে উল্লেখ করা হয়েছে।

আপাতত তিন তালাক নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকে তাকিয়ে গোটা দেশ।


ইংরেজিতে পড়তে ক্লিক করুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল