অ্যাপশহর

অনলাইন ক্লাসে উত্তর দিতে না পারায় মেয়েকে পেনসিল দিয়ে ক্ষতবিক্ষত করল 'নিষ্ঠুর' মা!

নিজেরে সন্তানের উপরই অকথ্য অত্যাচার করতে দ্বিধা করলেন না মা। অনলাইন ক্লাসে পড়া না পারায় পেনসিল দিয়েই কোপাল মেয়েকে। অভিযুক্ত মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করেনি পুলিশ।

EiSamay.Com 24 Oct 2020, 12:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লকডাউনে নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মনবিশেষজ্ঞরা। আনলক পর্বেও এখনও স্কুল-কলেজ খোলার অনুমতি দেয়নি রাজ্যগুলি। নেটের মাধ্যমেই চলছে ছাত্রছাত্রীদের দৈনন্দিন পড়াশোনা। তবে এসবের মধ্যেও ঘটে চলেছে নানান ঘটনা। অনলাইন ক্লাসে শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে না পারায় মেয়েকে পেনসিল দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করল এক মা। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে।
EiSamay.Com Mumbai woman stabs daughter with pencil
ছবিটি প্রতীকী


ঘটনার পর ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুম্বই মিরর রিপোর্টে বলা হয়েছে, অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারেনি ওই ছাত্রী। সেটি দেখার পরই রাগে ওই ছাত্রীর পিঠে পেনসিল দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে বর্বর মা।

ঘটনাটি ঘটেছে বুধবার। পুলিশ জানিয়েছে, ওই দিন অনক্লাসে যোগ দিয়েছিল ক্লাস সিক্সের ছাত্রীটি। সেইসময় শিক্ষকের করা একটি প্রশ্নের উত্তর দিতে পারেনি সে। তারপরই রাগের মাথায় মেয়েটির পিঠে পেনসিল দিয়ে কোপ মারে তাঁর মা। শুধু পিঠেই নয়, এমন মারধর করেন যে সারা শরীরে কালসিটে পড়ে যায়। ছাত্রীটির ছোট্ট বোন ছিস সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। দিদির উপর অকথ্য অত্যাচার দেখতে না পেরে সোজা ফোন করে চাইল্ড হেল্পলাইন নম্বরে। ঘটনার কথা জানার পরই ওই স্বেচ্ছাসেবী সংস্থা থেকে একটি দল মেয়েটির বাড়িতে যায়। অত্যাচারিতা ছাত্রীর মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি কথা বলতে চাননি। স্বেচ্ছাসেবকদের সঙ্গে বাজে ব্যবহার করেন ছাত্রীর মা, এমনটাই অভিযোগ। তবে ওই মহিলার বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেননি পুলিশ।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন-

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল