অ্যাপশহর

চলন্ত ট্রেনে হস্তমৈথুন, ফোনে VDO করে লম্পটকে পুলিশে দিল সাহসিনী

চলন্ত ট্রেনে মহিলাদের সামনে এক ব্যক্তিকে হস্তমৈথুন করতে দেখে নিজের মোবাইল ফোনে তা ভিডিয়ো করে নিলেন এক মহিলা।

EiSamay.Com 24 Oct 2017, 1:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে মহিলাদের সামনে এক ব্যক্তিকে হস্তমৈথুন করতে দেখে নিজের মোবাইল ফোনে তা ভিডিয়ো করে নিলেন এক মহিলা। সেই ভিডিয়ো ও সিকিউরিটি ক্যামেরার ক্লিপের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে ওই লম্পটকে গ্রেপ্তার করে পুলিশ।
EiSamay.Com mumbai woman filmed masturbating man on train hes been arrested
চলন্ত ট্রেনে হস্তমৈথুন, ফোনে VDO করে লম্পটকে পুলিশে দিল সাহসিনী


মুম্বইয়ের ঘটনা। শনিবার লোকাল ট্রেনের মহিলা কামরায় সফর করছিলেন ওই মহিলা। হঠাত্‍‌ই তাঁর নজরে আসে ঠিক পাশের কামরাতেই মহিলাদের সামনে হস্তমৈথুন করছে এক মাঝবয়সি ব্যক্তি। সঙ্গে সঙ্গে নিজের সেল ফোনে ভিডিয়ো রেকর্ডিং করে নেন ওই মহিলা। জানা গিয়েছে, অভিযুক্তের নাম ক্রুপা প্যাটেল। বয়স ৩০।



রেল পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, 'অভিযুক্ত ক্রুপা প্যাটেল পাশের কামরায় নিজের প্যান্টের চেন খুলে অশালীন কাজ করছিল।' অভিযোগ পাওয়ার পরই তদন্তকারী দল গঠন করে মুম্বই পুলিশ। ওই ব্যক্তির পরিচয় জানার পর সন্ধে ৬টা নাগাদ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশনের কাছে তার খোঁজ মেলে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত ব্যক্তি ওডিশার বাসিন্দা। সে দিনমজুরের কাজ করে। ওই মহিলার সাহসী পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

#A woman traveling in a local train in Mumbai filmed a man masturbating near her using her cellphone. Based on her video and security camera clips, the police arrested the man 24 hours later.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল