অ্যাপশহর

সমুদ্রের তলা দিয়ে ছুটবে মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন

ট্রেনে চড়েই সমুদ্রের তলদেশে ভ্রমণ। এবার দেশের প্রথম বুলেট ট্রেনে চেপে সমুদ্রের নীচ দিয়ে সফরের রোমাঞ্চ অনুভব করবেন যাত্রীরা।

EiSamay.Com 20 Apr 2016, 7:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ট্রেনে চড়েই সমুদ্রের তলদেশে ভ্রমণ। এবার দেশের প্রথম বুলেট ট্রেনে চেপে সমুদ্রের নীচ দিয়ে সফরের রোমাঞ্চ অনুভব করবেন যাত্রীরা। রেলমন্ত্রকের এক অফিসার জানিয়েছেন, মুম্বই থেকে আমদাবাদ যাত্রাপথের একাংশ সমুদ্রের তলা দিয়ে সফর করবে বুলেট ট্রেন।
EiSamay.Com mumbai ahmedabad bullet train to travel under the sea near thane creek
সমুদ্রের তলা দিয়ে ছুটবে মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন


দেশের দ্রুততম ট্রেনের ৫০০ কিলোমিটার যাত্রাপথের মধ্যে ২১ কিলোমিটার যাবে সমুদ্রের তলা দিয়ে। সংবাদসংস্থা পিটিআই-কে নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক শীর্ষ অফিসার জানিয়েছেন, ভিরারের দিকে থানে খাঁড়ির কাছে তৈরি করা হবে লম্বা টানেল।

ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে দু ঘণ্টায় মুম্বই থেকে আমদাবাদ পৌঁছবে দেশের প্রথম বুলেট ট্রেন। বর্তমানে এক্সপ্রেস ট্রেনে ওই রাস্তা যেতে সময় লাগে সাত ঘণ্টা। বুলেট ট্রেন তৈরির মোট খরচ ৯৭,৬৩৬ কোটি টাকার মধ্যে ৮১%-ই ঋণ হিসেবে দিচ্ছে জাপান।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল