অ্যাপশহর

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুলায়ম

দলের তরফে এদিন জানানো হয়েছে, প্রবীণ নেতা মেডিক্যাল পর্যবেক্ষণে ছিলেন। দু-দিন ধরে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মেডিক্যাল রিপোর্ট দেখে, ডাক্তারদের নির্দেশে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার তিনি লখনউ ফিরে গিয়েছেন।

EiSamay.Com 12 Jun 2019, 9:14 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সমাজবাদী পার্টির 'সুপ্রিমো' মুলায়ম সিং যাদব বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে দু-দিন আগে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করতে হয়েছিল।
EiSamay.Com Mulayam_Singh_Yadav 22


দলের তরফে এদিন জানানো হয়েছে, প্রবীণ নেতা মেডিক্যাল পর্যবেক্ষণে ছিলেন। দু-দিন ধরে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মেডিক্যাল রিপোর্ট দেখে, ডাক্তারদের নির্দেশে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার তিনি লখনউ ফিরে গিয়েছেন।

ব্লাড সুগারের মাত্রা হঠাত্‍‌ করে অনেকখানি বেড়ে যাওয়ায়, গত রবিবার লখনউয়ের রামমনোহর লহিয়া ইনস্টিটিউট অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেসে ভরতি করতে হয়েছিল সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতাকে। সেখান থেকে সোমবার তাঁকে উড়িয়ে আনা হয়েছিল গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল