অ্যাপশহর

বাবার নাম সচিন! স্কুল শিক্ষকের পদে আবেদন MS Dhoni-র

সবথেকে বড় আশ্চর্যের বিষয় ওই ব্যক্তি এবং তাঁর বাবার নাম! শিক্ষকতার ওই পদের জন্য প্রথমে ওই ব্যক্তিকে বাছাই করা হয়েছে। তারপর ইন্টারভিউয়ে তাঁকে ডেকে পাঠানো হয়। এরপরই নাটকের মোড় অন্যদিকে ঘুরে যায়।

EiSamay.Com 3 Jul 2021, 7:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : গোটা বিশ্বে হাতে গোনা কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের রক্তের মধ্যে খেলাটা প্রবাহিত হয়। এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যাঁদের মধ্যে বাবা-ছেলের সম্পর্ক রয়েছে। আর ক্রিকেট দুনিয়ায় মহেন্দ্র সিং ধোনিকে আর কেই বা না চেনে! কিন্তু, ধোনি নাকি এবার স্কুল শিক্ষকের পদে আবেদন করেছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ছত্তিশগড় জেলার রায়পুরে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। তবে তার থেকেও বড় আকর্ষণের বিষয় হল, ধোনির বাবার নাম সচিন তেন্ডুলকর।
EiSamay.Com Dhoni and Sachin
মহেন্দ্র সিং ধোনি এবং সচিন তেন্ডুলকর, ছবি সৌজন্য - টাইমস অফ ইন্ডিয়া


ভারতীয় ক্রিকেট ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি এবং সচিন তেন্ডুলকর যে কত বড় স্তম্ভ, সেটা আজ আর বলার অপেক্ষা রাখে না। এটাও না হয় মেনে নেওয়া গেল, ভারতবর্ষে সচিন তেন্ডুলকর নামে বেশ কয়েকজন ব্যক্তি রয়েছেন। তবে সবথেকে মজার ব্যাপার, রায়পুরের যে ব্যক্তি ওই শিক্ষকতার পদে আবেদন করেছেন, তিনি 'বাবার নাম' দেওয়ার জায়গায় ভারতীয় ক্রিকেটের ঈশ্বরের নামটা তিনি লিখে দেন।

ছবি সৌজন্য - টাইমস নাও


সবথেকে বড় আশ্চর্যের বিষয় ওই ব্যক্তি এবং তাঁর বাবার নাম! শিক্ষকতার ওই পদের জন্য প্রথমে ওই ব্যক্তিকে বাছাই করা হয়েছে। তারপর ইন্টারভিউয়ে তাঁকে ডেকে পাঠানো হয়। এরপরই নাটকের মোড় অন্যদিকে ঘুরে যায়। তাঁকে যখন ওই স্কুল থেকে ফোন করা হয়, বারংবার রিং হয়ে গেলেও তিনি ফোন তোলেননি। অবশেষে বোঝা যায় যে ওই আবেদনপত্রটিই ভুয়ো ছিল। ওইরকম নামে কোনও ব্যক্তিই আসলে নেই।

ওই 'মহেন্দ্র সিং ধোনি'র শিক্ষাগত যোগ্যতা তো আরও মারাত্মক! তিনি CSVTU বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। ব্যাপারটা জানাজানি হতেই ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইতিপূর্বে এমনই কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। কিন্তু, সেগুলো অগ্রাহ্য করে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন যিনি এই পদের জন্য ভুয়ো আবেদন করেছিলেন।

তবে এখানেই উদ্বেগের শেষ নয়। এক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই আবেদনটি একেবারে ভুয়ো। কিন্তু, তারপরেও আবেদনপত্র ইন্টারভিউয়ের টেবিল পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু, কীভাবে? সেই ব্যাপারে এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল