অ্যাপশহর

MP আস্থাভোট: শুক্রেই ভাগ্য নির্ধারণ কমল নাথের

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগত কংগ্রেসের ২২ জন বিধায়কের বিদ্রোহের জেরে কমল নাথের সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। যদিও কংগ্রেসের দাবি, সরকারের স্থায়িত্ব নিয়ে কোনও সংশয় নেই। আস্থা ভোটের মাধ্যমে সত্য সামনে আসবে বলে দাবি বিজেপির দাবি।

EiSamay.Com 19 Mar 2020, 8:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী শুক্রবার মধ্যপ্রদেশে আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই দিন সন্ধ্যা ৫টার মধ্যে আস্থা ভোট করাতে হবে বলে বলে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে। দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে গত ১৬ মার্চ মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য় মুলতুবি করে দেন স্পিকার। ফের অধিবেশন ডাকার নির্দেশ দিয়েছে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ।
EiSamay.Com কমল নাথ (ফাইল ছবি)


শীর্ষ আদালত আরও জানিয়েছে, বিদ্রোহী বিধায়করা বিধানসভায় উপস্থিত হতে চাইলে তাঁদের নিরাপত্তার সমস্ত ধরনের ব্যবস্থা করতে হবে কর্নাটক এবং মধ্যপ্রদেশের ডিজিপিকে। গোটা ভোটদান পর্ব ভিডিয়ো রেকর্ডিং করতে হবে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ ঘিরে মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলে চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে স্বভাবতই স্বাগত জানিয়েছে বিজেপি। এদিকে, কংগ্রেসও জানিয়েছে তারা বিধানসভায় অগ্নিপরীক্ষা দিতে প্রস্তুত আছে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এদিন মুখ্যমন্ত্রী কমল নাথের বাসভবনে যান কংগ্রেস নেতা জিতু পাটোয়ারি। তার আগে সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমরা সব সময় প্রস্তুত। খোদ মুখ্যমন্ত্রী একথা বলেছেন। তবে অপহৃত বিধায়কদের এখানে হাজির করা প্রয়োজন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে আমরা বাধ্য। জয়ের বিষয়ে আমরা প্রত্যয়ী।'

মধ্যপ্রদেশ বিধানসভার মোট আসন সংখ্যা ২৩০ আসন। এর মধ্যে বিধানসভায় কংগ্রেসের আসন ১১৪টি আসন। যেহেতু ২ জন বিধায়ক মারা গিয়েছেন, তাই সংখ্যাগরিষ্ঠতার জন্য ১১৪টি আসনই দরকার। অর্থাৎ টায়টায় বিধায়ক রয়েছে কংগ্রেসের। আর জোটসঙ্গীদের রয়েছে ৭টি আসন। ফলে ১২১টি আসন এখন শাসক জোটের দখলে। বিজেপির বর্তমানে ১০৭টি আসন রয়েছে। কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগত কংগ্রেসের ২২ জন বিধায়কের বিদ্রোহের জেরে কমল নাথের সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত।

পরের খবর