অ্যাপশহর

মেঘালয় পুলিশের জালে 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি

দক্ষিণ গারো পাহাড় জেলার পুলিশসুপার আব্রাহম টি সাংমা জানান, রবিবার সন্ধ্যায় নিকরাক এম সাংমাকে রঙ্গারা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকর্তার দাবি, বাংলাদেশ থেকে মেঘালয়ে ঢুকেছিল মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি।

EiSamay.Com 15 Oct 2019, 1:15 am

কাশ্মীরে ট্রাকচালককে গুলি করে মারল জঙ্গিরা, পোড়াল ট্রাকও!

এই সময় ডিজিটাল ডেস্ক: গারো ন্যাশনাল লিবারেশন আর্মি (GNLA)-র মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে গ্রেফতার করল মেঘালয় পুলিশ। রবিবার সন্ধ্যায় দক্ষিণ গারো পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম নিকরাক এম সাংমা ওরফে কালতুষ। জিএনএলএ'র কম্যান্ডার।
EiSamay.Com terrorist


দক্ষিণ গারো পাহাড় জেলার পুলিশসুপার আব্রাহম টি সাংমা জানান, রবিবার সন্ধ্যায় নিকরাক এম সাংমাকে রঙ্গারা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকর্তার দাবি, বাংলাদেশ থেকে মেঘালয়ে ঢুকেছিল মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি। রবিবার সন্ধ্যায় স্থানীয় গ্রামবাসীর ছদ্মবেশ ধরে বাংলাদেশে পালানোর সময়, ইন্দো-বাংলাদেশ সীমান্তের কাছে দক্ষিণ গারো পাহাড় পুলিশের জালে ধরা পড়ে যায়।


মেঘালয় পুলিশের অন্যতম শীর্ষ এই কর্তার দাবি, জিএনএলএ জঙ্গিরা দুষ্কৃতীদের দলে টেনে, মেঘালয়ের গারো পাহাড়ে নতুন করে সংগঠন গড়ে মাথাচাড়া দিতে চাইছে। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসম ইন্ডিপেন্ডেন্ট (ULFA-I)-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গেও হাত মিলিয়েছে জিএনএলএ। রয়েছে বাংলাদেশি দুষ্কৃতীরাও।

ফের নোবেল বাঙালির, অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়

পুলিশের দাবি, ধৃত মোস্ট ওয়ান্টেড জঙ্গি নিকরাক এম সাংমার নেতৃত্বেই নতুন করে জঙ্গিকার্যকলাপ শুরু হয়েছে। ২০১১ সালে এই জঙ্গি সংগঠনে নাম লেখায় সে। ২০১৫-য় বাংলাদেশে পালিয়ে যায়। তার পর থেকে বাংলাদেশ বসেই সবকিছু নিয়ন্ত্রণ করছিল সাংমা। GNLA জঙ্গিদের কাছে পোশাক থেকে আগ্নেয়াস্ত্র পাঠানো, সমস্তটাই সে করছিল বাংলাদেশে বসে।

২০১৮ সালে মারা যায় GNLA-র কম্যান্ডার ইন চিফ সোহান ডি শিরা। তার পর থেকেই সংগঠনের রাশ সাংমার হাতে। তোলাবাজি থেকে ভারতীয়দের অপহরণ-সহ একাধিক অভিযোগ রয়েছে এই সাংমার বিরুদ্ধে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল