অ্যাপশহর

ভারতীয় বাহিনীর উপর আরও হামলা চাই, নয়া প্রধানকে নির্দেশ হিজবুলের

হান্দওয়াড়ায় রিয়াজ নাইকু নিহত হওয়ার ৫ দিনের মধ্যেই কাশ্মীরের নয়া অপারেশনাল কম্যান্ডার চিফ নিয়োগ করে ফেলল হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতৃত্ব। সেইসঙ্গে উপত্যকায় লাগাতার জোরদার হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

EiSamay.Com 12 May 2020, 12:40 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের উপর লাগাতার হামলা চালানের নির্দেশ দেওয়া হল হিজবুল মুজাহিদিনের নয়া প্রধানকে। কাশ্মীরের নয়া অপারেশনাল কম্যান্ডার চিফ হিসেবে সদ্য নিয়োগ করা হয়েছে গাজি হায়দার ওরফে সইফুল্লাহকে।
EiSamay.Com Gazi


দায়িত্ব গ্রহণের পরেই নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের নয়া প্রধানকে নির্দেশ দেওয়া হয়, ভারতীয় বাহিনীর উপর আরও আরও হামলা চালতে হবে। সংগঠনের তরফেই গাজির কাছে এই বার্তা গিয়েছে। গত সপ্তাহে কাশ্মীরে যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত হয় হিজবুল প্রধান রিয়াজ নাইকু। সেই দায়িত্বই এ বার বর্তেছে গাজির উপর।

সম্প্রতি হান্দওয়াড়ায় রিয়াজ নাইকুকে খতম করার পর সেনা বাহিনী দাবি করে, পাকগুপ্তচর সংস্থার লিংকম্যন ছিল নাইকে। ফলে, নাইকু নিকেশের পর স্বস্তিতেই ছিল বাহিনী। নাইকুর সঙ্গে যোগাযোগ থাকায়, পঞ্জাব পুলিশের হাতেও ২ জন ধরা পড়ে। রিয়াজ নাইকু নিহত হওয়ার পর, সপ্তাহ ঘোরার আগেই নয়া কম্যান্ডার চিফ নিয়োগ করে ভারতের উপর চাপ বাড়াল পাক মদতপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মজাহিদিন।

শুধু গাজি নয়, তার ডেপুটি জাফর উল ইসলাম এবং চিফ মিলিটারি অ্যাডভাইজরি আবু তারিককে পাকিস্তান থেকে হাইকম্যান্ড নির্দেশ দিয়েছে, লস্কর-ই-তৈবা ও তার নয়া শাখা টিআরএফ এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করো। কাশ্মীরে জঙ্গি তত্‍‌পরতা বাড়ানোর পাশাপাশি যত দ্রুত সম্ভব বড় হামলা চালানোর নির্দেশ দিয়েছে হাইকম্যান্ড।

২০১৬-১৭ সালে বুরহান ওয়ানি হিজবুল কম্যান্ডার থাকাকালীন সইফুল্লাহর কাজ ছিল জখম জঙ্গিদের চিকিত্‍‌সা করা। সেই সময় আরও কয়েক জন জঙ্গিকেও চিকিত্‍‌সা বিষয়ে প্রশিক্ষণ দেয় সে। ভারতীয় নিরাপত্তা বাহিনী থেকে ভারতীয় গোয়েন্দা-- সকলের কাছে তার পরিচয় ডাক্তার সইফুল্লাহ।

২০১৭ সালে রিয়াজ নাইকু অপারেশনাল কম্যান্ডার হলে, সইফুল্লাহকে তার ডেপুটি নিয়োগ করা হয়। গোয়েন্দাদের দাবি, এই সফিউল্লাহর সঙ্গে হিজবুল প্রধান সৈয়দ সালাহউদ্দিন-সহ শীর্ষ নেতৃত্বের সরাসরি যোগাযোগ রয়েছে।

তবে, হিজবুল কম্যান্ডার ডাক্তার সইফুল্লাহ গাজির পক্ষে কাজটা আদৌ সহজ হবে না। বিশেষত দক্ষিণ কাশ্মীরে। রিয়াজ নাইকু সহ একাধিক শীর্ষ জঙ্গিকে গত একমাস ধরে খতম করেছে নিরাপত্তা বাহিনী। ফলে, সেখানে হিজবুলের মূল উপড়ে ফেলা সম্ভব হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর দাবি । ভারত যে এখন অনেক বেশি শক্তিশালী সম্প্রতি এক ভিডিয়ো ক্লিপে স্বীকার করতে দেখা গিয়েছে সৈয়দ সালাহউদ্দিনকে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল