অ্যাপশহর

Monkeypox: আপনি কি মাঙ্কিপক্সে আক্রান্ত? ১ ঘণ্টাতেই জানাবে এই RT-PCR কিট

Monkeypox Update: মাঙ্কিপক্স চিহ্নিত করতে রিয়েল টাইম RT-PCR কিট তৈরি করেছে চেন্নাইয়ের একটি সংস্থা। এই কিটের সাহায্যে মাত্র ১ ঘণ্টার মধ্যেই জানা যাবে কোনও ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন কি না।এটি একটি চার রঙের ফ্লুরোসেন্স কিট। ওয়ান টিউব সিঙ্গল রিয়াকশন ফরম্যাটের মাধ্যমে এই কিট স্মলপক্স ও মাঙ্কিপক্সের মধ্যে পার্থক্য কী, তা বলে দেবে।

EiSamay.Com 29 May 2022, 9:33 am

হাইলাইটস

  • মাঙ্কিপক্স চিহ্নিত করতে রিয়েল টাইম RT-PCR কিট তৈরি করেছে চেন্নাইয়ের একটি সংস্থা
  • এই কিটের সাহায্যে মাত্র ১ ঘণ্টার মধ্যেই জানা যাবে কোনও ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন কি না
  • এটি একটি চার রঙের ফ্লুরোসেন্স কিট
করোনার পর মাঙ্কিপক্স
মাঙ্কিপক্সকে ঘিরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। ভারতে এই ভাইরাস এখনও পর্যন্ত থাবা বসাতে পারেনি। তবে, বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে দাপট দেখাচ্ছে মাঙ্কি ভাইরাস, তাতে তৎপর হয়েছে দেশের বিভিন্ন রাজ্য। এই প্রেক্ষাপটে মাঙ্কিপক্স চিহ্নিত করতে রিয়েল টাইম RT-PCR কিট তৈরি করেছে চেন্নাইয়ের একটি সংস্থা। এই কিটের সাহায্যে মাত্র ১ ঘণ্টার মধ্যেই জানা যাবে কোনও ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন কি না।
ট্রিভিট্রন হেলথকেয়ার নামে চেন্নাইয়ের ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি চার রঙের ফ্লুরোসেন্স কিট। ওয়ান টিউব সিঙ্গল রিয়াকশন ফরম্যাটের মাধ্যমে এই কিট স্মলপক্স ও মাঙ্কিপক্সের মধ্যে পার্থক্য কী, তা বলে দেবে। ক্ষত থেকে সোয়াব বা ক্ষতের উপরের অংশ ব্যবহার করে পরীক্ষা করা হবে।

এদিকে, মাঙ্কিপক্সে (Monkeypox) শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।মাঙ্কি ভাইরাসের দাপাদাপির আবহে এমন সতর্কবার্তাই দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিএমআরের বিজ্ঞানী ড. অপর্ণা মুখোপাধ্যায় জানিয়েছেন, ''মাঙ্কিপক্সে শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রাপ্তবয়স্করা ইতিমধ্যেই স্মলপক্সের ভ্যাকসিন পেয়েছেন। ফলে যাঁরা এই টিকা পাননি, তাঁদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি।'' তিনি আরও জানিয়েছেন যে, মাঙ্কিপক্স ঘিরে আতঙ্কিত হওয়ার কারণ নেই। যাঁরা মাঙ্কিপক্সে সংক্রমিত হবেন, তাঁদের সংস্পর্শ এড়ান।

Omicron: উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের BA.4-BA.5 ভ্যারিয়্যান্ট, মহারাষ্ট্রে আক্রান্ত ৭

ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে মাঙ্কিপক্সকে ঘিরে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উত্তরপ্রদেশে মাঙ্কিপক্সকে ঘিরে তৎপরতা শুরু হয়েছে। যাঁরা বিদেশ ভ্রমণ করেছেন, তাঁদের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। রাজস্থান ও মহারাষ্ট্রেও মাঙ্কিপক্স সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ করা হয়েছে। মাঙ্কিপক্স ছড়ালে তা কী ভাবে সামাল দেওয়া যাবে সে নিয়ে আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে এই রাজ্যগুলি।মুম্বইয়ে কস্তুর্বা হাসপাতালে ২৮ বেডের ব্যবস্থা করা হয়েছে। মাঙ্কিপক্সের উপসর্গ রয়েছে এমন কারও সন্ধান মিললে, তাঁর চিকিৎসার জন্য এই আগাম ব্যবস্থা। বৃহন্মুম্বই পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে এখনও পর্যন্ত মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান মেলেনি। তবে, এই ব্যাপারে হাসপাতালগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে।মাঙ্কিপক্স নিয়ে তৎপরতা দেখা গিয়েছে রাজস্থানেও। মরুরাজ্যে স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যাত্রীদের পরীক্ষা করে দেখতে। পাশাপাশি এই ভাইরাসের উপসর্গ রয়েছে, এমন কাউকে সন্দেহ করা হলে,তাঁর নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠাতে হবে। পশ্চিমবঙ্গেও হাসপাতালগুলিতে সতর্ক করা হয়েছে।

পরের খবর