অ্যাপশহর

মুলতুবি প্রস্তাবে সায় না দিলেও আলোচনার ইঙ্গিত সরকারের

বিরোধীদের দাবি আংশিক মেনে নিয়ে নোট বাতিল প্রসঙ্গে লোকসভায় আলোচনা শুরু করতে চাইছে মোদী সরকার

EiSamay.Com 29 Nov 2016, 12:02 pm
গৌতম হোড় ■ নয়াদিল্লি
EiSamay.Com modi govt structured a committe on not banned issue for request on oppositon party
মুলতুবি প্রস্তাবে সায় না দিলেও আলোচনার ইঙ্গিত সরকারের


বিরোধীদের দাবি আংশিক মেনে নিয়ে নোট বাতিল প্রসঙ্গে লোকসভায় আলোচনা শুরু করতে চাইছে মোদী সরকার৷ সন্ দুয়েক ধরে সরকার ও বিরোধী দু-তরফই অনড় মনোভাব নিয়ে চলছিল৷ ফলে রাজ্যসভা তো বটেই , লোকসভাও অচল ছিল এবং আছে৷ এই অবস্থায় কিছুটা চাপে থাকা সরকার এ বার লোকসভায় অন্তত বিতর্ক শুরু করতে চাইছে৷ কারণ , আলোচনা না হওয়ার দায় সরকারের ওপরেও এসে পড়ছে৷ আর বিজেপি চাইছে , প্রধানমন্ত্রী এ বার লোকসভায় বলুন৷ বিরোধীদের যাবতীয় যুক্তি ছিন্নভিন্ন করে দিন৷ তা হলে লোকের কাছে সঠিক বার্তা যাবে৷ বিজেপি সূত্র থেকে ইঙ্গিত , সরকার মুলতুবি প্রস্তাব এখনও মানতে চাইছে না৷ তবে তাঁরা লোকসভার রুলবুকের ১৮৪ ধারা অনুযায়ী ভোটাভুটি সহ আলোচনা মেনে নিতে পারে৷ সরকার এই প্রস্তাব দিলে কংগ্রেস , তৃণমূল সহ অন্য বিরোধীরাও তা মেনে নিতে পারে বলে বিজেপি নেতৃত্বের ধারণা৷ ফলে এত দিন অচল থাকার পর লোকসভায় নোট বাতিল নিয়ে আলোচনার একটা সম্ভাবনা দেখা দিয়েছে৷

এর পাশাপাশি মোদী সরকার নোট বাতিল নিয়ে একটি সাব কমিটি গঠন করার কথাও ভাবছে৷ তাতে পাঁচ জন মুখ্যমন্ত্রীর থাকার কথা৷ বিজেপি সূত্রের খবর , চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে সাব কমিটি হওয়ার কথা৷ তাতে নীতীশ কুমার , ভি নারায়ণস্বামী , মানিক সরকার ও শিবরাজ সিং চৌহানের থাকার কথা৷ নোট বাতিলের সিদ্ধান্তর প্রতিক্রিয়ায় কী হতে পারে , সেটা এই কমিটি বিবেচনা করে দেখবে৷ সরকারের তরফ থেকে বৈঠকে বসার কোনও আনুষ্ঠানিক আমন্ত্রণ বা নির্দিষ্ট কোনও প্রস্তাব এখনও বিরোধীদের কাছে আসেনি৷ তবে সরকারের ঘনিষ্ঠ কিছু মহল থেকে বিরোধীদের মতামত বাজিয়ে দেখা হচ্ছে৷ আর লোকসভাতেও এর একটা ইঙ্গিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দিয়েছেন৷ জন আক্রোশ দিবসের দিন বিরোধীরা লোকসভায় কিছু বলতে চেয়েছিলেন৷ মল্লিকার্জুন খাড়গে , সুদীপ বন্দ্যোপাধ্যায়দের দাবি ছিল , সরকারকে আলোচনায় বসতে হবে৷

প্রধানমন্ত্রীকে লোকসভায় উপস্থিত থাকতে হবে৷ আর সেই আলোচনা হবে মুলতুবি প্রস্তাব নিয়ে৷ এরপরই রাজনাথ জানিয়ে দেন , সরকার আলোচনা চায়৷ প্রধানমন্ত্রী নোট বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছেন , তার উদ্দেশ্য নিয়ে কেউ কোনও প্রশ্ন তুলছেন না৷ প্রশ্নটা উঠছে রূপায়ণ নিয়ে৷ সরকার এ নিয়ে বিস্তারে আলোচনা করতে প্রস্ত্তত৷ স্পিকার যে নিয়মে আলোচনা করাতে চান , সেই নিয়ম অনুসারেই তাঁরা বিতর্কে রাজি৷ প্রধানমন্ত্রীও সেই বিতর্কে অংশ নেবেন৷ এত দিন সংসদীয় মন্ত্রী অনন্ত কুমার বলছিলেন , সরকার ভোটাভুটি চায় না৷ রুল ১৯৩ অনুসারে বিতর্ক হোক৷ তাতে কোনও ভোটাভুটি হবে না , কেবল আলোচনা হবে৷ কিন্ত্ত সেই অবস্থান থেকে এ দিন সরে এসেছে মোদী সরকার৷ রাজনাথ যা বলেছেন , তার থেকেও স্পষ্ট ভোটাভুটি ছাড়া আলোচনায় তাঁরা অনড় নন৷ কিন্ত্ত প্রশ্ন হল , মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা করতে অসুবিধাটা কোথায় ? বিরোধী নেতাদের জবাব হল , আসলে মুলতুবি প্রস্তাব হল নিন্দা প্রস্তাব৷ এর মধ্যে একটা কথা অন্তর্নিহিত থাকে যে , সরকার অবস্থা সামলাতে ব্যর্থ হয়েছে৷ তাই লোকসভায় সব কিছু ফেলে দিয়ে মুলতুবি প্রস্তাব নিয়েই আলোচনা করতে হবে৷

সেটা মোদী সরকার অন্তত কোনওভাবে চায় না৷ তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , সরকারের তরফ থেকে এখনও কোনও প্রস্তাব আসেনি৷ এলে তারপর তো বিরোধীরা আলোচনা করে ঠিক করবেন , প্রস্তাব গ্রহণ করা হবে কি না৷ কিন্ত্ত সরকার এই প্রস্তাব দিলে কংগ্রেস কেন তা মেনে নেব ? দলীয় সূত্রের খবর , রাহুল গান্ধী নিজে লোকসভায় বলতে চান৷ সাধারণ মানুষের কষ্ট এবং বিজেপি এবং কিছু লোক আগে থেকে এই সিদ্ধান্তের কথা জানত সেই অভিযোগ ‘তথ্যপ্রমাণ ’ সহ প্রমাণ করতে চান৷ দিন কয়েক আগে লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে এটা স্বীকার করেছিলেন , মানুষের কাছে এমন বার্তা যাচ্ছে যে , বিরোধীরা আলোচনা করতে চায় না৷ কিন্ত্ত সেটা তো ঠিক নয়৷ বিরোধীরা আলোচনা চায়৷ তবে শর্ত হল তা মুলতুবি প্রস্তাব নিয়ে করতে হবে৷ এ দিনও খাড়গে , সুদীপ বন্দ্যোপাধ্যায় , সিপিএমের করুণাকরণ , আরজেডির জয়প্রকাশ যাদব সহ অন্য বিরোধী নেতারা এই দাবিই রেখেছেন৷

বিরোধী ঐক্যকে ধরে রাখাও একটা শক্ত কাজ৷ তাই চাপটা বিরোধীদের ওপরেও আছে৷ সরকারের ওপরও চাপ রয়েছে তো বটেই৷ লোকের হয়রানি ও কষ্টকে তাঁরাও উড়িয়ে দিতে পারছে না৷ চল্লিশ জন করে বিজেপি সাংসদদের নিয়ে মন্ত্রীরা বৈঠক করছেন৷ সেখানে তাঁদের বোঝানো হচ্ছে , নির্বাচনকেন্দ্রে গিয়ে কী বলতে হবে৷ সাংসদদের কথাও শোনা হচ্ছে৷ শিবসেনাও এ দিন লোকসভায় জানিয়ে দিয়েছে , সমবায় ব্যাঙ্ক নিয়ে প্রধানমন্ত্রী তাঁদের যে প্রতিশ্রীতি দিয়েছিলেন , তা এখনও রূপায়ণ হয়নি৷ সে জন্যই আলোচনাটা সেরে নিতে চাইছে সরকার৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল