অ্যাপশহর

৬৫ পেরোলেই বসা যাবে না চিফ অফ ডিফেন্স স্টাফ পদে

সহজ ভাবে বলতে গেলে, জল, স্থল ও বায়ুসেনা-- তিন বাহিনীর প্রধান হবেন এই 'চিফ অফ ডিফেন্স স্টাফ'। নয়া পদটি তৈরি হওয়ায় ভারতীয় সেনার কর্মপন্থা আরও মসৃণ হবে। একজন ফোর স্টার অফিসারকে এই পদ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

EiSamay.Com 30 Dec 2019, 3:40 am
এই সময় ডিজিটাল ডেস্ক: চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদ তৈরিতে ছাড়পত্র দেওয়ার পরে এই দায়িত্ব সামলানোর জন্য বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দিল সরকার। চলতি বছরে স্বাধীনতা দিবসে 'চিফ অফ ডিফেন্স স্টাফ' পদটির কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ দু-দশকের জটিলতা কাটিয়ে মার্কিন বাহিনীর ধাঁচে ভারতীয় প্ৰতিরক্ষা বাহিনীর জন্য নতুন পদ তৈরি হয়।
EiSamay.Com army f


রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬৫-র পরে এই পদে কেউ বসতে পারবেন না। সশস্ত্র বাহিনীগুলির শীর্ষে থাকবেন এই সিডিএস। তিনি হবেন এই শাখাগুলির 'সিঙ্গল পয়েন্ট কনট্যাক্ট'। প্রতিরক্ষামন্ত্রীকে এ ব্যাপারে জরুরি পরামর্শও দেওয়ার কথা তাঁর।

সহজ ভাবে বলতে গেলে, জল, স্থল ও বায়ুসেনা-- তিন বাহিনীর প্রধান হবেন এই 'চিফ অফ ডিফেন্স স্টাফ'। নয়া পদটি তৈরি হওয়ায় ভারতীয় সেনার কর্মপন্থা আরও মসৃণ হবে। একজন ফোর স্টার অফিসারকে এই পদ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, ভারতীয় সেনার তিন বাহিনী-- স্থল, বায়ু ও নৌসেনার মধ্যে সমন্বয় বজায় রেখে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন 'চিফ অফ ডিফেন্স স্টাফ', সংক্ষেপে CDS। বিশেষ করে, পরমাণু শক্তিধর দেশ হওয়ায়, পারমাণু অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন CDS।

এই পদে প্রথম কে বসবেন, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। তবে এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতের নাম। মঙ্গলবার তাঁর অবসর নেওয়ার কথা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল