অ্যাপশহর

পুলিশ স্বামীকে 'সুপারি কিলার' দিয়ে খুন করাল যুবতী

গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন সাব-ইনস্পেক্টর মেহরবান আলি (৫৯)।

EiSamay.Com 26 Jun 2018, 10:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের 'নিখোঁজ' পুলিশ সাব-ইনস্পেক্টরের সন্ধান মিলল রাস্তার ধারের এক নর্দমায়। সেখানেই তাঁকে খুন করে ফেলে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় ওই পুলিশ ইনস্পেক্টরেরই স্ত্রীকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় পুলিশ ইনস্পেক্টর স্বামীকে খুনের ছক কষেছিল ওই মহিলা। পরিকল্পনা মতো দুই 'সুপারি কিলার'ও ভাড়া করা হয়। ওই 'সুপারি কিলার'রাই খুন করে দেহ নর্দমায় ফেলে দেয়। জেরায় নিজের দোষ কবুল করে ওই মহিলা।
EiSamay.Com murder


পুলিশ সূত্রে খবর, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন মেহরবান আলি (৫৯)। পরদিন নর্দমা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। শাহজানপুরের পুলিশসুপার দীনেশ ত্রিপাঠি এদিন জানান, দেওরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল মহিলার। মেহরবান আলি সেই সম্পর্কের কথা জানতে পারেন। এ নিয়ে বাড়িতে অশান্তিও হয়। তিনি বিবাহবহির্ভূত এই সম্পর্কের বিরোধিতা করায়, স্ত্রী তাঁকে খুনের ছক কষে। ৫০ হাজার টাকা দিয়ে ভাড়া করে মুজফ্‌ফর নগরের দুই 'সুপারি কিলার' কাশিম ও তেহসিনকে। তারা ওই পুলিশ ইনস্পেক্টরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। স্ত্রীর উপস্থিতিতেই মাথায় আঘাত করে খুন করে। পুলিশের দাবি, রাতের অন্ধকারে দেহ নর্দমায় ফেলার আগে ১১ ঘণ্টা তারা দেহ আগলে রেখেছিল।

এই খুনের ঘটনায় মেহরবান আলি স্ত্রী ছাড়াও চার মেয়েকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা, তাঁর চার মেয়েও এই খুনের সঙ্গে জড়িত। তবে, দুই সুপারি কিলারকে এখনও ধরা যায়নি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল