অ্যাপশহর

এই প্রথম সেনার গায়ে উঠবে দেশীয় বুলেটপ্রুফ জ্যাকেট

বাঙালি বিজ্ঞানি অধ্যাপক শান্তনু ভৌমিকের তৈরি অত্যাধুনিক লাইটওয়েট থার্মোপ্লাস্টিক বুলেট প্রুফ জ্যাকেটকে ভারতীয় সেনার ব্যবহারের জন্য অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক৷

EiSamay.Com 5 Jun 2017, 12:18 pm
অরিন্দম বন্দ্যোপাধ্যায় ■ নয়াদিল্লি
EiSamay.Com ministry of defense approved the use of indian army for sophisticated lightweight thermoplastic bullet proof jackets
এই প্রথম সেনার গায়ে উঠবে দেশীয় বুলেটপ্রুফ জ্যাকেট

দীর্ঘ টালবাহানার পরে অবশেষে এল বহু প্রতীক্ষিত সম্মতি৷ বাঙালি বিজ্ঞানি অধ্যাপক শান্তনু ভৌমিকের তৈরি অত্যাধুনিক লাইটওয়েট থার্মোপ্লাস্টিক বুলেট প্রুফ জ্যাকেটকে ভারতীয় সেনার ব্যবহারের জন্য অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক৷ সূত্রের খবর , দিন দুয়েক আগে নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের ‘এমপাওয়ার্ড কমিটি ’ এক বিশেষ বৈঠকে শান্তনুর তৈরি এই বুলেটপ্রুফ জ্যাকেটকে অনুমোদন দিয়েছে৷ প্রধানমন্ত্রীর দন্তর থেকে চূড়ান্ত অনুমতি এসে গেলেই শুরু হবে জ্যাকেট তৈরির কাজ৷ শান্তনুবাবুর মস্তিষ্কপ্রসূত এই জ্যাকেটের খবর কিছু দিন আগেই প্রকাশিত হয়েছিল ‘এই সময় ’–এ৷

প্রাথমিক ভাবে স্থির হয়েছে , ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক এবং ডিআরডিও -র তত্ত্বাবধানে এই জ্যাকেট বানাবে লার্সেন অ্যান্ড টুব্রো সংস্থা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘মেক ইন ইন্ডিয়া ’র অন্তর্ভুক্ত হবে এই বুলেটপ্রুফ জ্যাকেট তৈরির কাজ৷ এবং সে ক্ষেত্রে স্বাধীনতার পরে ৭০ বছরে এই প্রথম ভারতীয় সেনার গায়ে উঠবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেটপ্রুফ জ্যাকেট৷ এখন সেনা এবং আধা -সেনার ব্যবহূত বুলেটপ্রুফ জ্যাকেটের ওজন যেখানে প্রায় ১০ -১২ কেজি , সেখানে নতুন এই বুলেটপ্রুফ জ্যাকেটের ওজন হবে মাত্র দেড় কিলোগ্রাম৷ এখন যে সব বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করে সেনাবাহিনী , তার সবই আমদানি করে আনা হয় বিদেশ থেকে , যার জন্য খরচ হয় জ্যাকেট পিছু প্রায় দেড় লক্ষ টাকা৷ নতুন জ্যাকেট তৈরি হওয়ার পরে বিদেশ থেকে আর জ্যাকেট আমদানির প্রয়োজন হবে না৷ আর ভারতেই উত্পাদিত হওয়া নতুন জ্যাকেট তৈরিতে খরচ পড়বে জ্যাকেট -পিছু ৫০ ,০০০ টাকা৷ এর ফলে প্রতি বছরে প্রায় কুড়ি হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে ভারত সরকারের , আশায় প্রতিরক্ষা মন্ত্রক৷

একই রকম আশাবাদী শান্তনু ভৌমিক নিজেও৷ গ্যাংটক থেকে ‘এই সময় ’কে ফোনে তিনি জানালেন , ‘আমার বহু বছরের সাধনা সার্থক হল৷ সারা দেশের প্রতিরক্ষা চিত্রটাই পাল্টে দেবে এই বুলেটপ্রুফ জ্যাকেট৷ থার্মোপ্লাস্টিক কম্পোনেন্টের ২০টি স্তর দিয়ে তৈরি হবে এই জ্যাকেট , যার মধ্যে থাকবে কার্বন ফাইবার৷ এই পদার্থটি ২৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রোধে সক্ষম৷ সঙ্গে থাকবে সিলিকন ফোমিং এবং থার্মোপ্লাস্টিক কম্পোজিট৷ সব মিলিয়ে এই জ্যাকেটটি কাজ করবে প্রায় ৫৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত৷’ কোয়েম্বাটুরের অমৃতা বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান সপরিবারে ছুটি কাটাতে গিয়েই জানতে পেরেছেন এই সুখবর৷ সেখান থেকেই ধন্যবাদ জানালেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রান্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাকে৷ বলছেন , ‘উনি যখন সেনার উপপ্রধান ছিলেন , তখনই তিনি আমার এই জ্যাকেট নিয়ে উত্সাহ দেখান৷ মূলত তাঁর উদ্যোগেই প্রয়াস শুরু হয়েছিল এই জ্যাকেটের কেন্দ্রীয় অনুমোদনের৷ উনি চাইছেন , এই জ্যাকেটের ফর্মুলা ব্যবহার করা হোক সেনার ব্যবহূত অন্যান্য গাড়ি বা যন্ত্রপাতিতেও৷ গোটা প্রকল্পের পেটেন্ট রাইট তাঁর নিজের কাছে রাখলেও এই জ্যাকেট তৈরি থেকে তিনি যে একটি টাকাও নেবেন না , তা ইতিমধ্যেই সরকারকে জানিয়ে দিয়েছেন এই বাঙালি বিজ্ঞানি৷ এখন দেখার বিষয় , শান্তনুর ইচ্ছেমতো কেন্দ্রীয় সরকার এই জ্যাকেটের নামকরণ নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উত্সর্গ করে কি না৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল