অ্যাপশহর

ফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা, ৯৬ ঘণ্টায় খতম ১৩ পাক সন্ত্রাসবাদী

উত্তর কাশ্মীরের বান্দিপোরার গুরেজ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা দিয়ে আরও একবার অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ হল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা।

EiSamay.Com 10 Jun 2017, 9:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তর কাশ্মীরের বান্দিপোরার গুরেজ সেক্টরের নিয়ন্ত্রণ রেখা দিয়ে আরও একবার অনুপ্রবেশের চেষ্টা করে ব্যর্থ হল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। ভারতীয় সেনার তত্‍‌পরতায় মারা পড়ল আর এক সশস্ত্র অনুপ্রবেশকারী। এই নিয়ে গত ৯৬ ঘণ্টায় মোট ১৩ পাক অনুপ্রবেশকারী নিহত হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে শনিবার দাবি করা হয়। অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন এক সেনাও। জখম হয়েছেন আরও দু'জন।
EiSamay.Com militant killed as army foils another infiltration bid along loc
ফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা, ৯৬ ঘণ্টায় খতম ১৩ পাক সন্ত্রাসবাদী


সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এদিন বিকেলে জানান, গুরেজ সেক্টর দিয়ে ঢুকতে গিয়ে সেনার গুলিতে প্রাণ হারিয়েছে এক পাক অনুপ্রবেশকারী। তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। নিহতের সঙ্গীদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনা।

সেনা মুখপাত্রের দাবি, গত ৭২ ঘণ্টায় নিয়ন্ত্রণ রেখা বরাবর কমপক্ষে সাতটি অনপ্রবেশের চেষ্টা তাঁরা রুখে দিয়েছেন। গুরেজ ছাড়াও মাচিল, নওগাম, ও উরি সেক্টর দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা হয়েছে।

সেনার এক সিনিয়র অফিসার জানিয়েছেন, ভারতে ঢোকার জন্য পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডে ২৫০ সন্ত্রাসবাদী অপেক্ষা করছে। গোয়েন্দা সূত্রে এ খবর মেলার পরেই, সেনাকে হাই অ্যালার্ট করা হয়। এ বছর সবমিলিয়ে ৪৪ সন্ত্রাসবাদী নিহত হয়েছে। একই সঙ্গে ২৪টি অনুপ্রবেশের চেষ্টা তারা বানচাল করেছে ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল