অ্যাপশহর

আতঙ্ক ছড়িয়ে গ্রামের মধ্যে ভেঙে পড়ল MiG বিমানের জ্বালানি ট্যাঙ্ক

জয়পুরের নাই কা নাথ গ্রামে ভেঙে পড়ল মিগ ২১-এর তিনটি জ্বালানি ট্যাঙ্ক। বাসি পুলিশ স্টেশন এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।

EiSamay.Com 9 Dec 2017, 3:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জয়পুরের নাই কা নাথ গ্রামে ভেঙে পড়ল মিগ ২১-এর তিনটি জ্বালানি ট্যাঙ্ক। বাসি পুলিশ স্টেশন এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। ফাইটার জেট থেকে ভেঙে পড়া তিনটি জ্বালানী ট্যাঙ্ক উদ্ধার করেছে পুলিশ। তারাই বিষয়টি ভারতীয় বায়ু সেনাকে জানায়।
EiSamay.Com mig 21 drops fuel tanks gives villagers a scare
আতঙ্ক ছড়িয়ে গ্রামের মধ্যে ভেঙে পড়ল MiG বিমানের জ্বালানি ট্যাঙ্ক


ওই ফাইটার জেটটি সেই সময় পরীক্ষামূলক ভাবে উড়ছিল। আচমকা তার তিনটি জ্বালানি ট্যাঙ্ক ভেঙে পড়ায় পাইলটকে সানগানের বিমানবন্দরে আপত্‍কালীন ল্যান্ডিং করতে হয় বলে বায়ুসেনার তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

মিগ ২১-এর জ্বালানি ট্যাঙ্ককে 'ড্রপ ট্যাঙ্ক' বলা হয়। নিরাপদ জায়গায় সেগুলি নিচে ফেলে দেওয়া হয়। এ ক্ষেত্রে ফাইটার জেটটির কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট ট্যাঙ্ক তিনটি ফেলে দেন। একটি মিগ বিমানের এমার্জেন্সি ল্যান্ডিং হয়েছে বলে স্বীকার করে নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষও।

খবরটি ইংরাজিতে পড়ুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল