অ্যাপশহর

ফের তুষারপাতের পূর্বাভাস, জনজীবন ক্ষতিগ্রস্ত হিমাচলে!

রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর প্রত্যেক ডেপুটি কমিশনার এবং নির্দিষ্ট আধিকারিকদের আদেশ দিয়েছেন দ্রুত জরুরি পরিষেবা শুরু করতে। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন শুক্রবার লাহুল-স্পিতি থেকে ৬৬ জন অসুস্থ, বয়স্ক এবং অন্তঃসত্ত্বাকে এয়ারলিফ্ট করে কুলু নিয়ে আসা হয়েছে।

EiSamay.Com 11 Jan 2020, 12:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দুর্যোগের মেঘ যেন কাটতেই চাইছে না হিমাচল প্রদেশের আকাশ থেকে। চলতি সপ্তাহের গোড়ায় প্রবল বৃষ্টি ও তুষারপাতে ব্যাহত হয়েছিল জন জীবন। কিন্তু এখনও এই অবস্থার কোনও উন্নতি হবে বলে আশ্বাস দিচ্ছে না আবহাওয়া দফতর। বরং শুক্রবার আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার ও রবিবার আরও এক প্রস্থ বৃষ্টি ও তুষারপাত হবে।
EiSamay.Com Met department predicts more snowfall and rain for himachal pradesh
জনজীবন ক্ষতিগ্রস্ত হিমাচলে!


শিমলার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপে ১২ এবং ১৩ জানুয়ারি হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ও তুষারপাত হবে। তার পরদিন থেকে কমবে বৃষ্টির পরিমাণ। ১৪ জানুয়ারি কিছু অংশে হালকা বৃষ্টি ও তুষারপাত হতে পারে বলেও জানানো হয়েছে। ১৬ এবং ১৭ জানুয়ারিও অবস্থার কোনও উন্নতি হবে না। বরং বেশ কিছু অঞ্চলে রয়েছে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। ১৩ জানুয়ারি ভারী তুষারপাতের আশঙ্কা রয়েছে শিমলা, কিন্নর, কুলু, লাহুল-স্পিতি, চাম্বা, মান্ডি, কাংরা এবং সিরমাউরে।

সম্প্রতি হিমাচল প্রদেশে পর পর ভারী তুষারপাতের কারণে পাঁচটি জাতীয় সড়ক ও রাজ্য সড়ক সব মোট ৯০০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর প্রত্যেক ডেপুটি কমিশনার এবং নির্দিষ্ট আধিকারিকদের আদেশ দিয়েছেন দ্রুত জরুরি পরিষেবা শুরু করতে। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন শুক্রবার লাহুল-স্পিতি থেকে ৬৬ জন অসুস্থ, বয়স্ক এবং অন্তঃসত্ত্বাকে এয়ারলিফ্ট করে কুলু নিয়ে আসা হয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল